শনিবার, ১৮ জুন, ২০১৬, ১০:৩০:০১

সোনার কার্ডে বিয়ের দাওয়াত, চমকে গেলেন!

সোনার কার্ডে বিয়ের দাওয়াত, চমকে গেলেন!

এক্সক্লুসিভ ডেস্ক : সোনার কার্ডে বিয়ের দাওয়াত, চমকে গেলেন! হ্যাঁ, এমনই দাওয়ায় রাজকীয় বিয়েতে।
 
ইন্দোইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজার বিয়ে বলে কথা! একটু রাজকীয় চাল না হলে হয়? তাই সোনা দিয়ে লেখা হলো আমন্ত্রণপত্র। অভিনব এ আমন্ত্রণপত্রের মাধ্যমেই ভিভিআইপিদের নিমন্ত্রণ করা হবে।

শোনা যাচ্ছে এ বিয়েতে আমন্ত্রিত খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বিয়েটি মাইসুরুর মহারাজা যদুবীরের।  বিয়ের দিন ২৭ জুন।

ত্রিশিকার রাজকুমারীর সঙ্গে বিয়ে হচ্ছে মহারাজা যদুবীর কৃষ্ণ দত্তা চমারাজা ওয়াডিয়ারের। আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক পাঠরত মহারাজ যদুবীর।

তবে শুধু সোনার কার্ড নয়, পাঁচ ধরনের কার্ড ছাপা হয়েছে বিয়ে বাড়িতে আমন্ত্রণের জন্য।  যার মধ্যে বেশ কয়েকটি সোনার।

জানা গেছে, মোট ১৭৫ জনকে নিমন্ত্রণপত্র পাঠানো হবে রাজার বিয়েতে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।
 ১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে