এক্সক্লুসিভ ডেস্ক : রকেট নয়, গাড়ি। সেই গাড়ি চলবে ঘণ্টায় ১৫০০ কিলোমিটারেরও বেশি গতিতে। শুনে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি।
‘ব্লাডহাউন্ড’ নামে এই সুপারসনিক গাড়ি রাস্তায় চালানো হবে আগামী বছরেই।
বুলেট ট্রেনের মতোই এই গাড়ির চলার জন্য দক্ষিণ আফ্রিকায় বানানো হয়েছে বিশেষ ট্র্যাক। সবচেয়ে দ্রুতগতির গাড়ির রেকর্ড এখন ব্রিটিশদের তৈরি করা থ্রাস্ট-এসএসসি'র।
গাড়িটি চালানো হয়েছিল ঘন্টায় ১২২৮ কিলোমিটার গতিতে। গাড়িটি বানিয়েছিলেন ব্রিটিশরাই। এবার সেই ব্রিটিশরাই ফের তৈরি করছেন ‘ব্লাডহাউন্ড’। তাদের লক্ষ্য, আগের সেই রেকর্ড ভঙ্গ করা। গাড়িটি ঘণ্টায় এক হাজার ৬১০ কিলোমিটার গতিতে চলবে।
‘ব্লাডহাউন্ডে’র চাকাগুলো বানানো হয়েছে নিখাদ অ্যালুমিনিয়াম দিয়ে। আশা করা হচ্ছে, আগামী বছরের ১৫ অক্টোবর গাড়িটিকে প্রথমবার রেকর্ড গতিতে চালানো হবে দক্ষিণ আফ্রিকার হাক্সকিন প্যানে।
কম গতিতে ওই গাড়িতে লাগানো যাবে রাবারের চাকাও। গাড়িটিতে থাকবে তিনটি আলাদা ‘পাওয়ার ইউনিট’। এই ‘রকেট’ গাড়ির ৯৫ শতাংশই বানানো হয়ে গেছে। এটি নিয়ে গবেষণা, নকশা চূড়ান্ত করা আর নির্মাণ-প্রক্রিয়া চলেছে গত আট বছর ধরে।
গাড়িটির একটি মডেল প্রদর্শনীর জন্য রাখা হয়েছে লন্ডনের ক্যানারি হোয়ার্ফে ইস্ট উইন্টারগার্ডেনে। প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। সূত্র : বিবিসি
২৫ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/এমআর/এসএম