সোমবার, ২০ জুন, ২০১৬, ০২:৫৭:৪১

দুর্গম জঙ্গলে খোঁজ মিললো প্রাচীন শহরের

দুর্গম জঙ্গলে খোঁজ মিললো প্রাচীন শহরের

এক্সক্লুসিভ ডেস্ক : কম্বোডিয়ার দুর্গম জঙ্গলে হদিশ মিলেছে সুপ্রাচীন একটি শহরের। যা খমের রাজত্বের সময়কার। গভীর জঙ্গলে লুকিয়ে থাকা সেই শহর। কম্বোডিয়ায় সেটা খমের রাজত্বের সময়। প্রায় ৭৩৪ বর্গ কিমি এলাকা জুড়ে থাকা গহন অরণ্যে হদিশ মিলল সেই সময়কার শহরের। জঙ্গলে লুকিয়ে থাকা প্রাচীন শহর।

এই আবিষ্কারের খবরটি সম্প্রতি জানিয়ে ‘জার্নাল অফ আর্কিওলজিক্যাল সায়েন্স’।

২০১২ সালেই প্রথম এই প্রাচীন শহরটির অস্তিত্বের কথা জানা যায়। কম্বোডিয়ায় খমের রাজত্ব টিঁকে ছিল ১৫ শতক পর্যন্ত। কম্বোডিয়ায় খমের রাজত্বে এই শহরটার নাম ছিল মহেন্দ্রপর্বতা। মহেন্দ্রপর্বতা শহরটি নবম শতকের। শহরটি ছিল ১৫ থেকে ২০ বর্গ মাইল এলাকা জুড়ে।

আঙ্কোর থেকে প্রায় ৬০ মাইল দূরে প্রিয়া কানের কাছেই ছিল এই শহর। এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার প্রমাণ করল, খমের রাজত্ব ছড়িয়ে ছিল আরও বড় এলাকা জুড়ে। দামিয়ান ইভান্সের নেতৃত্বে কম্বোডিয়ার প্রত্নতাত্ত্বিকরা হেলিকপ্টার থেকে লাইডার স্ক্যানিং পদ্ধতিতে এই শহরের হদিশ পান।
২০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে