সোমবার, ২০ জুন, ২০১৬, ০৩:২১:০২

৪৭২ মেয়ের বিয়ে দিয়ে গর্বিত বাবা মহেশ

৪৭২ মেয়ের বিয়ে দিয়ে গর্বিত বাবা মহেশ

এক্সক্লুসিভ ডেস্ক : এক বাবা অত্যন্ত গর্বিত। গর্বের কারণ হচ্ছে তিনি এ পর্যন্ত ৪৭২ কন্যার বিয়ে দিয়েছেন। এ নিয়ে তার গর্বের অন্ত নেই। গর্বিত এই বাবা হচ্ছেন, ভারতের গুজরাটের ভাবনগর গ্রামের বাসিন্দা মহেশ শিভাঙ্গির।

মহেশ শিভাঙ্গির পেশায় একজন হিরার ব্যবসায়ী। গত কয়েক বছরে ৪৭২ জন মেয়ের বিয়ে দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। প্রত্যেককেই রীতিমতো ঘটা করেই বিয়ে দিয়েছেন এই 'বাবা'।

শুধু তাই-ই নয়, সোনার গয়না ও নতুন সংসার বসানোর জন্য সব সরঞ্জাম সহ ৪ লাখ টাকা করে প্রত্যেক কন্যার জন্য বিয়েতে খরচ করেন মহেশ শিভাঙ্গির। চলতি বছরেও ২১৬ জন কন্যাকে তিনি বিয়ে দেবেন বলে ঠিক করেছন।

গত কয়েক বছর ধরেই তিনি এই কাজ করছেন। এতেই নাকি জীবনের সব সুখ আর আনন্দ খুঁজে পান মহেশ শিভাঙ্গির। এ কাজে তিনি তার পরিবারের পক্ষ থেকেও সহযোগীতা পেয়ে আসছেন প্রথম থেকেই। আর তাই তো সমাজ সেবা মুলক এই কাজ চালিয়ে যাচ্ছেন এখনও।

৪০ বছর আগে বাবার হাত ধরে ভাবনগরে আসেন মহেশ শিভাঙ্গির। সেখানেই তাদের পৈতৃক ব্যবসা শুরু হয়। বাবার মৃত্যুর পর সেই কাজের দায়িত্ব বর্তায় তার উপর। ব্যবসার পাশাপাশি তিনি সিদ্ধান্ত নেন সমাজ সেবায় নিজেকে নিয়োগ করবেন। সেই চিন্তা থেকেই এই কাজ।

সিদ্ধান্ত নেন সমাজের সেই মেয়েদের বিয়ের দায়িত্ব নিজের কাধে তুলে নেবেন যারা ছেলেবেলায় বাবা-মাকে হারিয়েছেন। সেই থেকেই শুরু এই কাজ। তবে তার এই কন্যাদানে নেই ধর্মের কোন বাধা।
২০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে