মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ০৬:২৮:২৫

ফুলশয্যার রাত উষ্ণ ও স্মরণীয় করে রাখতে এই ২০টি কাজ করতে পারেন

ফুলশয্যার রাত উষ্ণ ও স্মরণীয় করে রাখতে এই ২০টি কাজ করতে পারেন

এক্সক্লুসিভ ডেস্ক :বিয়ে একদিনের বিষয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দাম্পত্য আজীবনের। সকলে এই প্রত্যাশা নিয়েই বিবাহ করেন যে পাশের মানুষটি জীবনসঙ্গী হয়ে থাকবেন চিরকাল। আর এই চিরস্থায়ী সম্পর্কের সূচনা হয় বিয়ের রাতেই।ফুলশয্যার রাতটি যে কোন দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত।
 চলুন, জেনে নিই এমন ২০টি জিনিস যা বিয়ের প্রথম রাতে করে রাখতে পারলে ফুলশয্যার রাত হবে আজীবন  স্মরণীয়।

১-কাউকে কিচ্ছুটি বলবেন না। আপনারা দু’জন আর বাড়ির অতি বিশ্বস্ত দু’-একজন ছাড়া কেউ জানবেন না। ফুলশয্যার রাতেই সকলের চোখ এড়িয়ে সোজা দু’জনে ইলোপ করুন হনিমুনে।

২-আগেই ব্যবস্থা করে রাখুন হালকা মিউজিকের। রাতভর চলুক গান আর আপনাদের গল্প। একটু-আধটু স্কচ আর সঙ্গে দিলখোলা আড্ডা।

৩-এগিয়ে যান তাঁর দিকে। হাত দুটো ধরে বলুন, ‘‘আমার দুনিয়ায় স্বাগত’’


৪-প্রেম করে বিয়ে? একে একে বের করে আনুন প্রেমপর্বে দেওয়া সব উপহার। মেলে ধরুন সামনে। আলোচনা করুন সেই সব দিনগুলোর কথা।

৫-পাগলামো করতে চান? দু’জনে মিলে? হাসতে শুরু করুন। অকারণেই। শুরুওয়াত হোক হাসিমুখেই।

৬-ডেকে নিন বন্ধুদের। হোক রাতভর দেদার আড্ডা আর গান।গরমাগরম চা

৭-ভাগ করে নিন নিজেদের কথা। আলোচ্য হবে শুধুমাত্র অব্যক্ত যন্ত্রণাগুলো। একে অপরের বন্ধু হওয়ার প্রথম ধাপ।

৮-দু’জনেই স্পোর্টস পছন্দ করেন? খুব ভাল। মাশরাফি এগিয়ে না সাকিব, এটা দিয়ে তর্ক শুরু করুন। জানেনই তো, তর্কে বহু দূর। এ তো মাত্র একটা রাত। এই টিপ্‌সটি রইল ভবিষ্যতের জন্য। ঝগড়া হলে কে কোন দিকে এগোবেন, তার একটা আঁচ মিলবে।

৯-প্রিয় বই কিছু আছে দু’জনের? তা হলে দু’জনে একসঙ্গে সেটা রাতভর পড়ে দেখতে পারেন।

১০-জেনে নিন তাঁর প্রিয় ইন্ডোর গেম্‌স কী। সেটা লুডো থেকে ভিডিও গেম্‌স, যা কিছু হতে পারে। দু’জনে খেলুন। শর্ত, যে হারবে, সে পরের দিন রান্না করবে।

১১-কফি করে আনুন নববধূর জন্য। এইবারে জমজমাট একটা ফিল্ম চালিয়ে দিন। পারলে ভূতের!

১২-ছাদে উঠে পড়ুন সকলকে এড়িয়ে। খোলা আকাশ আর আপনারা দু’জন। এর থেকে রোম্যান্টিক আর কী-ই বা হতে পারে?

১৩-একে অন্যকে প্রতিশ্রুতি দিন। চিরকাল পাশে থাকার মতো সিরিয়াস কিছু নয়। একেবারে ছ্যাবলামো করে, মজার মজার সব প্রতিশ্রুতি। প্রাণ খুলে হাসুন দু’জনে।

১৪-কোথায় বেড়াতে যেতে চান, সেগুলো এক জায়গায় লিখুন। তার পরে সেখান থেকে বেছে নিন এক, দুই করে। কিন্তু কে আগে বাছবেন, সেটা নির্ভর করুক একটি শর্তের উপরে। যাঁর প্রিয় জায়গার নাম আগের বর্ণ দিয়ে শুরু হবে, তাঁরটাই আগে।

১৫-কোথায় বেড়াতে যেতে চান, সেগুলো এক জায়গায় লিখুন। তার পরে সেখান থেকে বেছে নিন এক, দুই করে। কিন্তু কে আগে বাছবেন, সেটা নির্ভর করুক একটি শর্তের উপরে। যাঁর প্রিয় জায়গার নাম আগের বর্ণ দিয়ে শুরু হবে, তাঁরটাই আগে।

১৬-দু’জনে নিজেদের সামনে একাধিক প্রশ্ন রাখুন। একই প্রশ্ন দু’জনের জন্য। এবারে উত্তর লিখুন আলাদা কাগজে। তার পরে সেগুলি একে একে খুলুন আর মিলিয়ে নিন। বুঝবেন, কে কোথায় দাঁড়িয়ে।

১৭-তাকিয়ে থাকুন একে অপরের দিকে। অপলক। পলক পড়লেই শাস্তি। লুকিয়ে লুকিয়ে ফ্রিজ খুলে যে যা খেতে পছন্দ করেন, এনে দিতে হবে।

১৮-স্থিরভাবে হাতে হাত রেখে বসে থাকুন। যাঁর হাত আগে নড়বে, তাঁকে পরদিন সকালে চা করতে হবে, এই শর্ত। এভাবেই একের পর এক শর্ত চাপিয়ে যান, আর খেলতে থাকুন।

১৯-মাঝরাতে আইসক্রিমের দোকান খোলা আছে কি না খুঁজে দেখবেন? গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন।

২০-রাতে সকলকে লুকিয়ে একসঙ্গে হাঁটতে বেরিয়ে যান ফাঁকা রাস্তায়। শুধু আপনারা দু’জন।-এবেলা
 

২১জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে