মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ০৩:১৭:০৬

৪৯ বছর পর আজ দেখা যাবে ‌‌‘স্ট্রবেরি মুন’!

৪৯ বছর পর আজ দেখা যাবে ‌‌‘স্ট্রবেরি মুন’!

এক্সক্লুসিভ ডেস্ক : সুপার মুন কিংবা ব্লু মুন নয়, এবার একেবারে স্ট্রবেরি মুন! ৪৯ বছর পর আবার আকাশে দেখা যাবে এই অত্যাশ্চর্য ঘটনা। আজ মঙ্গলবার থেকে শুরু করে পুরো সপ্তাহজুড়ে পৃথিবীবাসী দেখতে পাবে স্ট্রবেরি মুনকে।

জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলে 'সলসটাইস'। জুন মাসের এই পূর্ণিমার দিনটি থেকে পৃথিবীর উত্তর গোলার্ধে শুরু হয় গ্রীষ্মকাল। দিন ছোট হয়। রাত বড় হতে শুরু করে একটু একটু করে। আলগনগুইন উপজাতিরা মনে করত জুনের এই পূর্ণিমার দিনটি থেকে স্ট্রবেরি ফল পাকতে শুরু করে। তাই এই চাঁদটিকে বলে স্ট্রবেরি মুন।

এই চাঁদের আরও তিনটি নাম আছে। রোজ মুন, হট মুন বা হানিমুন। এই দিন সূর্য থাকে সব চেয়ে ওপরে। তার ফলে ঘন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় তার রং হয় অ্যাম্বারের মতো। তাই একে বলা হয় হানিমুন।
২১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে