শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৬:২৯:৫৭

যেভাবে হয়ে উঠতে পারেন আকর্ষণীয় পুরুষ

যেভাবে হয়ে উঠতে পারেন আকর্ষণীয় পুরুষ

এক্সক্লুসিভ ডেস্ক : সুন্দরের ক্ষেত্রে যে শুধু মেয়েরাই একদিকে তা কিন্তু নয়।  মেয়েদের ক্ষেত্রে যেমন এ দিকটি আছে ঠিক তেমনি পুরুষদের ক্ষেত্রেও কোনো অংশে কম নয়।

তবে মেয়েদের ক্ষেত্রে সুন্দরের দিকটা প্রাধান্য পায়।  তাই মেয়েরা রূপচর্চা নিয়ে সর্বদা ব্যস্ত থাকে।  বিউটি অ্যান্ড ফিটনেস টিপস বা বিভিন্ন পার্লার, কসমেটিকস মেকিংয়ে তারা রূপচর্চা করে থাকে।

ছেলেরাও চান নিজেদের কনফিডেন্ট দেখাতে।  একজন পুরুষের স্মার্টনেস কিসে আসবে, কোন পোশাক পরতে নিজেকে আকর্ষণীয় করে তোলা যাবে, সেই প্রশ্ন ছেলেদের মনে সবসময়ই ঘুরপাক খেতে থাকে।  

অনেক সময় সেই উত্তর খুঁজেও পান না তারা।  যারা এ উত্তর খুঁজে পান না তাদের জন্য রইল কয়েকটা টিপস-

১) প্রত্যেক পুরুষের উচিত নিজের শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখেই পোশাক পরা।  তা করতে গিয়েই ঠিক পোশাকটিই বাছা অত্যন্ত জরুরি।  এতে হয়ে উঠতে পারেন সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়।

২) যদি, নিজেকে ক্যাজুয়েল লুক দিতে চান তাহলে সব সময় সাদা শার্ট ও ব্লু জিনস সঙ্গে পায়ে একটি স্নিকারই আপনাকে করে তুলতে পারে আকর্ষণীয়। জবরজং পোশাক বর্জন করাই ভালো।  

৩) নিজেকে ফুটিয়ে তুলতে পোশকের ক্ষেত্রে রাখুন ম্যাচ।  টি-শার্ট পরলে সঙ্গে পরুন জিনস।  ফর্মাল শার্টের সঙ্গে অবশ্যই রাখুন ফরমাল প্যান্ট।  নয়তো মিস-ম্যাচ হলেই সমস্যা।

৪) এতো গেল জামা-কাপড়ের কথা।  জুতা বাছাইয়ের ক্ষেত্রেও একইভাবে নিজের ব্যক্তিত্বকে সামনে রাখুন।  তাতেই হতে পারে আপনার চেহারায় বাজিমাত।

৫) তবে চুলের ধরণটাও থাকতে হবে মার্জিত।  যেনতেন চুল কেটে নিজেকে আকর্ষণীয় করে তোলা সম্ভব নয়।  আপনার চেহারার সাথে চুল কাটার স্টাইলটা যদি একেবারে মানানসই হয় তবে তো আর কথাই নেই।  আপনি একশ'তে একশ'।
২৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে