শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৮:০৩:০৭

চাকরিতে নিয়োগ পেতে সুন্দরী প্রতিযোগিতা!

চাকরিতে নিয়োগ পেতে সুন্দরী প্রতিযোগিতা!

এক্সক্লুসিভ ডেস্ক : চাকরি দিতে অভিনব পদ্ধতি, যা শুনলে মাথা খারাপ হয়ে যেতে পারে।  দেখে মনে হতে পারে এরা আবার কারা? ছোটখাটো পোশাক আর সাজসজ্জায় অন্যরকম।  

তারপরও চাকরি পেতে চাই।  তবে এদের কেউই সুন্দরী প্রতিযোগিতায় জিতে মডেলিং করতে চান না। চান এই সুন্দরী প্রতিযোগিতায় ভালো কিছু করলে বিমানে সেবিকার চাকরি পেতে।

চীনে এই সুন্দরী প্রতিযোগিতা খুবই জনপ্রিয়। ‘ওরিয়েন্টাল বিউটি কনটেস্ট’ নামে এই প্রতিযোগিতা থেকেই বিমান সেবিকাদের নির্বাচিত করে চীনের এয়ারলাইন্স।  

সাধারণত চীনের এয়ারলাইন্সে বিমান সেবিকার চাকরি পেতে গেলে শুধু সুন্দরী এবং তন্বী হলে হবে না থাকতে হবে উচ্চতাও।  

কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে।  তবে মাথা ঘোরানো সৌন্দর্যের অধিকারী যদি কেউ হন সেক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলেই চলবে।

চীন এয়ারলাইন্সের নিয়মে বিমান সেবিকাদের কন্ঠস্বর অত্যন্ত মিষ্টি হতে হবে।  সেইসঙ্গে শরীর হবে বেতের মতো ছিপছিপে।  

ত্বকে কোনো ধরনের স্পট বা আঁচড়ের দাগ থাকা চলবে না।  এসব গুণ একজন বিমান সেবিকার মধ্যে আছে কি-না তা প্রমাণ হয়ে যায় ‘ওরিয়েন্টাল বিউটি কনটেস্ট’-এ।
২৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে