শনিবার, ২৫ জুন, ২০১৬, ১০:৫৯:৩১

ধরা পড়ল কুমির আকৃতির মাছ

ধরা পড়ল কুমির আকৃতির মাছ

এক্সক্লুসিভ ডেস্ক :  মাছ দেখতে কুমিরের আকৃতি। আর এই মাছটি ধরা পড়েছে ভারতের কলকাতার সুভাষ সরোবর থেকে। এ মাছটি ধরা পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। শিকারি এই মাছ পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করতে পারে বলে ধারণা করছেন তারা।

ভারতের কলকাতার সুভাষ সরোবর থেকে শিবু মণ্ডল নামের স্থানীয় একজন মৎসশিকারী ছিপ দিয়ে ৩.৫ ফুট লম্বা অ্যালিগেটর গার নামের এই মাছটি ধরেন মাস দুয়েক আগে। মাছটির আকৃতি কুমিরের মতো এবং ধারালো দাঁত রয়েছে। প্রায় আট ফুট পর্যন্ত লম্বা হওয়া এই মাছটি কখনো কখনো মানুষকেও আক্রমণ করে থাকে।

জীববৈচিত্র্য বিশেষজ্ঞরা বলেছেন, এই মাছটি সরোবরের বাকি সব মাছকে খেয়ে ফেলার সক্ষমতা রাখে। এই মাছের প্রাগৈতিহাসিক পূর্বসূরিদের বিশ্বের অনেক অঞ্চলে পাওয়া যেত, কিন্তু এখন শুধুমাত্র উত্তর ও মধ্য আমেরিকাতে পাওয়া যায়। বর্তমানে এই মাছের সাতটি প্রজাতি রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় অ্যালিগেটর গার প্রজাতি।   
 
পশ্চিমবঙ্গ মৎস্যশিকারি অ্যাসোসিয়েশনের সদস্য শিবু মণ্ডল জানান, তিনি যখন ছিপ দিয়ে মাছটি ধরছিলেন তখন এটি তাকে আক্রমণ করা চেষ্টা করছিল এবং তার আঙ্গুলে কামড়ও দেয়। মণ্ডল নিয়মিত কলকাতা বেলেঘাটার সুভাষ সরোবরে মাছ শিকার করে থাকেন। পাঁচ কেজি ওজনের মাছটি মণ্ডলের এক বন্ধু এটি রান্না করেছেন। কিছুটা অংশ শুঁটকি করে রেখেছেন। এটির স্বাদ হালকা টক। মণ্ডল বলেন, মাছটি এতই শক্ত ছিল যে আমরা বঁটি বা ছুরি দিয়ে কাটতে পারিনি। এটিকে কুড়াল দিয়ে কাটতে হয়েছে।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে