শনিবার, ২৫ জুন, ২০১৬, ০৫:৩৭:২৪

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর!

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর!

এক্সক্লুসিভ ডেস্ক : হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের কাছে কতটা জনপ্রিয়? এমন প্রশ্ন করা হলে অনেকেই হয়তো সোজা উত্তরে বলবেন, অনেক জনপ্রিয়। তবে তার একটা 'ছোট্ট' পরিসংখ্যান হলো, জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য শুরু থেকেই একেরপর এক সুখবর দিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় এবারো জানিয়ে দিলো আরেকটি সুখবর। আর তা হলো এখন থেকে প্রিয়জনকে ফোন করার জন্য ফোনে রিচার্জ করার কোনো প্রয়োজন হবে না! শুধু হোয়াটসঅ্যাপ থাকলেই হবে।

কারণ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন, মানে ১০ কোটি ফোন করেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। গত এপ্রিলেই বিশ্বজুড়ে ভয়েস কলিং ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। প্রথমে অ্যানড্রয়েড ফোন, তারপর ধীরে ধীরে আইফোন, ব্ল্যাকবেরি ও উইন্ডোজ ফোনেও এই সুবিধা নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। গত ২৩ জুন বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বলা হয়, বিশ্বজুড়ে সেকেন্ডে ১১০০টি কল হয়েছে হোয়াটসঅ্যাপ ভয়েস কল থেকে।
২৫ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে