শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪১:২৪

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বালক

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বালক

এক্সক্লুসিভ ডেস্ক: আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এক ছোট্ট বন্ধুর সাথে। নাম তার 'গিউলিয়ানো স্ট্র'। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বালক হিসেবে যার পরিচিতি। স্ট্র ২০০৪ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন। তাহলে বুঝতেই পারছেন বয়স এখনও দশের নিচে।

রুমানিয়ার ছেলে হলেও মা-বাবার সঙ্গে সে থাকতো ইতালির ফ্লোরেন্সে। গিউলিয়ানো স্ট্র মাত্র ২ বছর বয়স থেকেই প্রতিদিন ব্যায়াম করে আসছিল।

যার ফলশ্রুতিতে ইতালিয়ান টিভিতে হাজার হাজার লোকের সামনে তার শারীরিক কসরত দেখিয়ে পুরো দেশবাসীকে অবাক করে দেয় এবং তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডেও স্থান পায়। তখন তার বয়স মাত্র পাঁচ বছর।

সেই শো তে সে তার দুই পায়ের মাঝে মেডিসিন বল রেখে সর্বোচ্চ গতিতে শুধুমাত্র তার দুই হাতের সাহায্যে হেঁটে ১০০ ফিটেরও বেশি দূরত্ব অতিক্রম করেছিল!

এছাড়াও বোতলের ওপর শরীরের ভারসাম্য রাখতে সক্ষম হয় সে। মাঝারি আকারের চারটি কাচের বোতলের ওপর হাত ও পা রেখে পুরো শরীর শূন্যে উত্তোলন করেছে রোমানিয়ার এ বিস্ময় বালক।

বিশ্বের সবচেয়ে কম বয়সী বডিবিল্ডার হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। তার বাবা ইউলিয়ান স্ট্র যিনি নিজেও একজন বডিবিল্ডার। ছোট বেলা থেকে বাবার সাথেই জিমে যাওয়া হতো গিউলিয়ানো স্ট্র-এর। আর সেখান থেকেই এ আশ্চার্য রকমের ক্ষমতা লাভ করেন গিউলিয়ানো স্ট্র।
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে