যার এক ছোবলে হতে পারে শত মানুষের মৃত্যু
এক্সক্লুসিভ ডেস্ক: 'সাপ' এই শব্দটি শুনতেই মনের মাঝে দানা বাধে এক অজানা আতংক! তবে শুধু শুধু আতংকিত হবার কোনো কারণ নেই। কেননা বিশ্বের হাজারো প্রজাতির সাপের মধ্যে অধিকাংশই হলো বিষমুক্ত সাপ। পৃথিবীতে বাকি মোট ছয়শত প্রজাতির সাপ হলো বিষধর।
আর এ ছয়শ প্রজাতির সাপের মধ্যে সবচেয়ে বিষধর সাপ হলো ইনল্যান্ড তাইপেন। এর বৈজ্ঞানিক নাম Oxyuranus microlepidotus. এর বিষ এই গ্রহের সবচেয়ে মারাত্মক বলে বিবেচনা করা হয়।
এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার প্রান্তদেশে বাস করে, যেখানে মানুষের সমাগম হয় খুবই কম। লম্বায় এগুলো প্রায় আট ফুটের মতো হয়ে থাকে।
তাইপেন প্রজাতির এই সাপের এক ছোবলে সর্বোচ্চ ১শ ১০ মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত হয়, যা ৬০-১০০ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। অথবা এতে মারা যেতে পারে এক লক্ষ ইঁদুর।
প্রাণীবিদরা জানান, তাইপেনের এক ছোবল অন্তত ৫০টি কোবরার ছোবলের সমান। এদের বিষে আছে মারাত্মক ধরনের নিউরোটঙ্নি।
যা মানুষের শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ পুরোপুরি বিকল করে দিতে পারে। এর ছোবল পেশি অবশ করে হার্ট বন্ধ করে দেয়। আরেকটি টঙ্নি রক্ত জমাট করে ঘন স্যুপের মতো করে দেয়।
এছাড়া এদের বিষের আরেকটি ভয়াবহ দিক হচ্ছে, এ বিষ মানুষের রক্তে মিশলে রক্ত শক্ত হয়ে যায়। আর সাপে কাটা একজন প্রাপ্ত বয়ষ্ক ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়তে সময় লাগে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট। এসব কিছু মিলিয়েই তাইপেনকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের মর্যাদা দিয়েছেন প্রাণীবিদরা।
তবে ভয়ঙ্কর বিষাক্ত হলেও স্বভাবে এরা খুব শান্ত। এর গায়ের রঙ অনেকটা মৌসুমের ওপর নির্ভর করে। সাধারণত হলুদাভ-বাদামি কিংবা বাদামির সাথে জলপাই রঙের মিশেল থাকে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস