শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩০:০৯

৬৩ বছরে ৩৫ বাচ্চার জন্ম!

৬৩ বছরে ৩৫ বাচ্চার জন্ম!

এক্সক্লুসিভ ডেস্ক : আকাশে উড়ে বেড়াতে পারে এরকম পাখিদের মাঝে সবচেয়ে বয়স্ক পাখিটির নাম উইসডম। যা ‘দ্য লেইসান এলবাট্রস’ প্রজাতির অন্তর্গত। এই পাখিটির বয়স ৬৩ বছর। পাখিদের জীবনকালের হিসেবে পাখিটি অনেক বৃদ্ধ। আর এই বৃদ্ধ বয়সেই পাখিটি ৩৫ তম বারের মতো মা হয়েছে, ডিম ফুটিয়ে জন্ম দিয়েছে বাচ্চার।

এ মাসের শুরুতে হাওয়াই ও জাপানের মধ্যবর্তী Midway Atoll National Wildlife Refuge-তে পাখিটি ডিম ফুটিয়ে বাচ্চার জন্ম দেয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন-সাদা ও ধূসর রঙের এ পাখিটি মোট ৩৫টি বাচ্চার জন্ম দিয়েছে। এবং এ সংখ্যাটি আরো বাড়তে পারে।

বিজ্ঞানীরা ১৯৫৬ সালে প্রথম এ পাখিটির দেখা পান। সে সময় থেকে আজ পর্যন্ত এটা প্রায় ৩ মিলিয়ন মাইল পথ অতিক্রম করেছে ডানায় ভর করে।

গবেষকরা জানান, গত ৯০ বছরের জানা ইতিহাসে এ পাখিটিই সবচেয়ে বয়স্ক পাখি ও গত ৩০ বছর যাবত টানা ডিম পেড়ে চলেছে। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি ডিম ফুটে বাচ্চা জন্ম নেয় ও এটা বেশ সুস্থই আছে।

তবে অদ্ভুত বিষয় হচ্ছে ‘দ্য লেইসান এলবাট্রস’ প্রজাতির পাখিরা সারাজীবনে একটিমাত্র সঙ্গীর সাথেই মিলিত হয় ও প্রতিবারে মাত্র একটি ডিম পাড়ে।

বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন, ‘উইসডম’ নামের এ এলবাট্রস পাখির সঙ্গী কি এত বছর ধরেই একটিই নাকি একাধিক। -
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে