সুরক্ষিত গোপন পাহাড় !
এক্সক্লুসিভ ডেস্ক: 'রাফ মেনওয়াদ হিল' এমন একটি রহস্যমণ্ডিত স্থান যার পরিচিতি সুরক্ষিত গোপন পাহাড় হিসেবে। পৃথিবীর বুকে এই স্থানটি সাধারণ মানুষের মনে এক অজানা রহস্য হিসেবে ঠায় করে নিয়েছে।
তবে পৃথিবীর বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই জায়গাটির বিশেষত্ব সবচেয়ে বেশি। যেখানে গোয়েন্দা সংস্থাগুলোর কাজই এ রকম রহস্য আর সন্দেহজনক বিষয় নিয়ে সেখানে খোদ তারাই বিভ্রান্ত রাফ মেনওয়াদ হিল নিয়ে। কেননা এটি সাধারণ কোনো পাহাড় নয়।
'রাফ মেনওয়াদ হিল' ইংল্যান্ডের ইয়র্কশায়ারে অবস্থিত পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত গোপন পাহাড়গুলোর একটি। এখানে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে, যেখান থেকে ব্রিটিশদের যাবতীয় গোপন গোয়েন্দা কার্যক্রম চালানো হয়।
বিশ্বখ্যাত গুপ্তচর নেটওয়ার্ক 'ইখেলন গ্লোবাল স্পাই নেটওয়ার্কিং' এর সঙ্গে এখানকার ব্রিটিশ সামরিক বেসের খুব ভালো যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও অনেকে মনে করেন, এটি ইংল্যান্ড ও আমেরিকাকে গোয়েন্দা সাপোর্ট দেয়ার পাশাপাশি এখান থেকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়। আমেরিকার সংশ্লিষ্টতার কারণে জায়গাটির প্রাযুক্তিক উৎকর্ষতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নিরাপত্তাও।
এখানকার চারপাশে এতো জটিল ও এতো বেশি স্তরের নিরাপত্তা রয়েছে যে, খুব সহজে সেটি ডিঙিয়ে বাইরে পৌঁছানো সম্ভব নয়। ধারণা করা হয়, পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক মনিটরিং স্টেশনের অবস্থান এখানেই।
আর সেই মনিটরিং স্টেশন এতো বেশি শক্তিশালী যে, ওই স্থানটি থেকে দেশের সব টেলিফোন এবং বেতার যোগাযোগ মনিটরিং করাও সম্ভব।
তবে রাফ মেনওয়াদ হিলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি হলো, বাণিজ্যিক গুপ্তচরবৃত্তি তথা এরা অর্থের বিনিমিয়ে নানা দেশের কাছে বিভিন্ন রকমের গোয়েন্দা তথ্য সরবরাহ করে থাকে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস