শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৯:৩৩

পিরামিডের রহস্য উন্মোচন

পিরামিডের রহস্য উন্মোচন

এক্সক্লুসিভ ডেস্ক : দক্ষিণ মিশরের এডফু এলাকায় সম্প্রতি ৪৬০০ বছরের পুরনো একটি স্টেপ পিরামিডের রহস্য উন্মোচিত হয়েছে। এটি গিজার গ্রেট পিরামিডের চেয়েও বহু আগে তৈরি বলে এক প্রতিবেদনে জানিয়েছে লাইভ সায়েন্স।

স্টেপ পিরামিডটি একসময় প্রায় ৪৩ ফুট উঁচু ছিল। সময়ের সঙ্গে সঙ্গে পিরামিডটি ক্ষয়প্রাপ্ত হওয়ায় বর্তমানে এর উচ্চতা প্রায় ১৬ ফুট। এটি ফারাও শাসক হুনি বা স্নেফরু বংশের সমসাময়িক সাতটি কথিত ‘প্রভিন্সিয়াল’ পিরামিডের একটি বলে ধারণা করা হচ্ছে।

মধ্য ও দক্ষিণ মিশরে বড় জনবসতিগুলোর কাছাকাছি এধরনের রহস্যময় পিরামিড পাওয়া যায়। এধরনের পিরামিডগুলোর ভেতরে কোনো কক্ষ নেই এবং কোনো মৃতদেহ কবর দেওয়ারও ব্যবস্থা নেই। ফলে এ পিরামিডগুলো তৈরির উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। এ নিয়ে ছয় থেকে সাতটি একই ধরনের পিরামিড পাওয়া গেল। সাম্প্রতিক আবিষ্কৃত এ পিরামিডটির মাপ ৬০ বাই ৬১ ফিট।

ইউনিভার্সিটি অফ শিকাগোর ওরিয়েন্টাল ইন্সটিটিউট-এর গবেষক গ্রেগরি ম্যারোউয়ার্ড বলেন, একটি পিরামিড থেকে অন্য পিরামিডের মিল সত্যিই আশ্চর্যজনক। এতে বোঝা যায়, এগুলো অবশ্যই একই পরিকল্পনার অংশ।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে