সোমবার, ২৭ জুন, ২০১৬, ১২:৪৩:২৬

এই গ্রামের মেয়েদের বিয়ে দেন না বাবারা!

এই গ্রামের মেয়েদের বিয়ে দেন না বাবারা!

এক্সক্লুসিভ ডেস্ক : গ্রামে পানীয় জলের জন্য কোন টিউবওয়েল নেই। দুই কিলোমিটার হেঁটে গিয়ে হিংলো নদী থেকে জোগাড় করতে হয় খাওয়ার পানি। তাই এ গাঁয়ে মেয়ের বিয়ে দেন না বাবারা। এমনই বেহাল দশা পশ্চিমবঙ্গের বীরভূমের পলাশডাঙার বাসিন্দাদের।

ছেলেদের বিয়ের বয়স হয়েছে। কিন্তু, মেয়ে জুটছেনা। কারণ পানি! হ্যাঁ, এমনটাই হাল বীরভূমের দুবরাজপুরের পলাশডাঙায়।  আড়াই হাজার মানুষের বসবাস এই গ্রামে। পঞ্চায়েতের উদ্যোগে ১৭টি টিউবওয়েল বসানো হয়েছে।কিন্তু, আয়রনের দাপটে সে পানি খাওয়া মুস্কিল। তাই ভরসা হিংলো নদীর পানি।

প্রায় দুই কিলোমিটার হেঁটে গিয়ে খাওয়ার পানি জোগাড় করতে হয়। পরিস্থিতির কথা জানে রাজ্য প্রশাসন। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও মিলেছে। টিউবওয়েল কবে তৈরি হবে? কবে গ্রামের মধ্যেই মিলবে খাওয়ার পানি? উত্তর খুঁজছেন পলাশডাঙার মানুষ।

২৭ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে