বাজারে আসছে এক চাকার মোটরসাইকেল
এক্সক্লুসিভ ডেস্ক: মোটরসাইকেলে করে ঘুরতে ভালোবাসেন না এমন মানুষ কমই আছেন। আর যুবকদের কথা তো না বললেই নয়। মোটরসাইকেলে চড়ে বসা মানেই যেন এক প্রান্ত থেকে আর এর প্রান্তে ঘুরে বেড়ানো।
যারা নতুন নতুন মডেলের মোটরসাইকেল ব্যবহার করতে ভালোবাসেন, তাদের জন্য রয়েছে সুখবর। আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডভিত্তিক কোম্পানি বাজারে আনতে যাচ্ছেন রাইনো মোটরস। যা চলে এক চাকার উপর ভর করে।
বার্তাটি পেয়ে অনেকেই হয়তো অবাক হচ্ছেন। হ্যাঁ, এই গাড়িটি ব্যবহার করে আপনি পাবেন কিছু অতিরিক্ত সুবিধা। যা সাধারণ সব গাড়ির ক্ষেত্রে অসম্ভব বলাই চলে। এক চাকার ছোট এই রাইনো নিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন এলাকার অলিতেগলিতে।
ফলে রাস্তার যানজট এড়িয়ে খুব দ্রুতই পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যে। রাইনো আকারে খুব ছোট হওয়ায় এটি নিয়ে লিফটেও চড়া যাবে। এছাড়া অনায়াসেই যেখানে সেখানে পার্কিং করাও সম্ভব।
কোম্পানির প্রধান নির্বাহী ক্রিস হফম্যান বলেন, নগরীর রাস্তায় যেখানে গাড়ির সর্বোচ্চ অনুমোদিত গতি ঘণ্টায় ১০ মাইল, সেখানে ব্যাটারিচালিত রাইনোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ মাইল। সুতরাং নগরবাসীর জন্য এটি বেশ কার্যকর। রাইনোতে চড়ে এর গতি বাড়াতে চাইলে সামনের দিকে ঝুঁকতে হবে। আর গতি কমাতে চাইলে একটু পেছনে হেলতে হবে। রাইনো থেকে ব্যাটারি খুলে নিয়ে চার্জ দেওয়া যাবে। একবার চার্জ দিয়ে এটি ৯০ মিনিট পর্যন্ত চালানো যাবে।
ওই কর্মকর্তা আরো জানান, ২০০৯ সালে ভিডিও গেম খেলার সময় তার মেয়ে একটি এক চাকার গাড়ি দেখে। এরপর সে স্কুলে যাওয়ার জন্য এমন একটি গাড়ি বানিয়ে দিতে তার বাবার কাছে বায়না ধরে। সেখান থেকেই মূলত রাইনো গাড়ির ধারণাটি নিয়েছিলেন হফম্যান।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস