১১২ বছরের পুরনো জ্বলমান বিজলী বাতি!
এক্সক্লুসিভ ডেস্ক : বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের একটি নিত্ত প্রয়োজনীয় সঙ্গী। এক কথায় বলা যায় যে বিদ্যুৎ ছাড়া আমাদের এক মুহূর্ত ও কাটেনা। আল এবং অন্ধকারকে মিলিয়েই আমাদের জীবন। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সূর্য যেমন আলো দেয়, ঠিক তেমনি রাতের এই অন্ধকারকে দূর করার জন্য প্রয়োজন হয় আলোর।
আর বিদ্যুৎ এর মাধ্যমে আমাদের জীবনে আলো নিয়ে আশে বিজ্ঞান দ্বারা আবিষ্কৃত এই বাল্ব। কিন্তু এখনকার যেই বাল্ব ৪০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আশার পরপরই দেখা যায় তা ঠাশ অথবা ২-৩ দিনেই তা অক্কা পায়। কিন্তু সবাই এমন একটি বাল্ব চায় যদি তা আজীবন যেত।
অনেক কিছুই তো জানা হলো এবার আসুন জেনে আসি একটি অদ্ভুত বাল্বের ঘটনা।
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালির্ফোনিয়ায় এখনও আলো ছড়াচ্ছে ১১২ বছর বয়সী একটি বৈদ্যুতিক বাল্ব। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটিই এ যাবতকালের সবচেয়ে পুরাতন বাল্ব। ১৯০১ সালের জুন মাসের ১৮ তারিখ থেকে উত্তর ক্যালিফোর্নিয়ার রিভারমোরের একটি ফায়ার স্টেশনে ৬০ ওয়াট ক্ষমতার এই বাল্বটি এখনো সমান উজ্জ্বলতায় আলো দিচ্ছে।
উৎপাদনের পর থেকে কিছু ব্যতিক্রম ছাড়া বিরতিহীন ভাবে এটা আলো দিয়ে আসছে। ১৯০৩ সালে কিছু সময়ের জন্য, ১৯৩৭ সালে এক সপ্তাহের জন্য এবং ১৯৩৭ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুদিন এই বাল্বটি বন্ধ ছিল।
এতো দীর্ঘ সময় ধরে কীভাবে এটি জ্বলছে বিজ্ঞানীরা এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
শহরের লাইটবাল্ব শতবর্ষ কমিটির চেয়ারম্যান লেন ওয়েনস সান বলেন, ‘কেউ জানেনা কীভাবে এটা সম্ভব। এটি একটি ৬০ ওয়াটের বাল্ব কিন্তু প্রায় চার ওয়াট বিদ্যুতেও জ্বলে। কিন্তু কেউ জানেনা কেন এটা এখনও জ্বলছে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস