সোমবার, ২৭ জুন, ২০১৬, ০৭:২৬:২০

ফেসবুক ফ্রেন্ডকে বিয়ে করলে সুবিধা অনেক, জানেন?

ফেসবুক ফ্রেন্ডকে বিয়ে করলে সুবিধা অনেক, জানেন?

এক্সক্লসিভ ডেস্ক : আজকাল প্রায় সব মানুষের নিত্যদিনের কাজকর্ম, যোগাযোগ বিনোদনসহ যাবতীয় কাজকর্ম ফেসবুক কেন্দ্রীক হয়ে গেছে। এই যান্ত্রিক যুগে এখানেই যেন স্বস্তির দেখা পাচ্ছে তারা। প্রেম বিরহ খুটিনাটি বিষয়সহ ব্যক্তিগত ও অব্যক্তিগত সব বিষয়ই শেয়ার হয় ফেসবুকে।

কেউ কেউ আবার এখান থেকেই খুঁজে নিচ্ছেন জীবন সঙ্গী। পরিচয়, বন্ধুত্ব, প্রেম অতঃপর বিয়েও করছেন আজকাল অনেকে। তবে ফেসবুক থেকে প্রেমিকা খুঁজে নিয়ে বিয়ে করার সুবিধা কিন্তু অনেক। কেমন? তাহলে আসুন জেনে নিই।

ফেসবুক থেকে বিয়ে করলে সুবিধা অনেক। তবে ভাল করে যাচাই করে তবেই এগোবেন। প্রোফাইল ঘেঁটে প্রেমিক বা প্রেমিকার জ্ঞাতিগুষ্ঠী সম্পর্কে খোঁজখবর নেওয়ার দিব্যি সুযোগ থাকে। প্রথম কয়েক মাস দামি গিফ্‌ট দেওয়ার ঝামেলা থেকে মুক্ত।

ফোনের পিছনে একগাদা খরচ করার ঝামেলা নেই। শুধু চ্যাট করলেই চলবে। বিয়ের পর বর বা বউ ফেসবুক করলে অন্যজন, আশা করা যায়, ঝামেলা করবে না। সেই‌ সুবাদে মিলবে পরকীয়ার অবাধ সুযোগও।

বিয়ের পর ঝগড়াঝাঁটি হলে সামনাসামনি ‘স্যরি’ বলতে লজ্জা বোধ করলে ইনবক্সে ক্ষমা চেয়ে নিতে পারবেন। মুখে ‘স্যরি’ বলার চেয়ে সেটা অনেক সহজ কাজ। বর বা বউ— কোনও বিষয়ে মাথায় চড়ে বসলে ভয় দেখান, ‘‘ফেসবুকে এই নিয়ে খোলামেলা স্টেটাস দিয়ে তোমাকে ট্যাগ করে দেব।’

বিয়ের পরে জয়েন্ট অ্যাকউন্ট খোলা যায় কিনা খোঁজ নিন। এতে সময় বাঁচবে। আর একে অন্যের উপরে নজরদারিও করতে পারবেন। দেখা করা, রেস্তোঁরা, সিনেমা দেখার পিছনে সময় নষ্ট— প্রেমের প্রথম পর্বে এসব হবে না। বাকি জীবনটা ফেসবুক-ময় হয়ে থাকবে। ছেলে-মেয়ে জন্মালে তারা গলায় ‘লাইক’ বাটন নিয়ে জন্মাবে। ট্যাগ করতে পারবেন তাদের যখন তখন।
২৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে