মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০২:০২:১০

১ কেজি ডালের দাম ১৫ লাখ!

১ কেজি ডালের দাম ১৫ লাখ!

এক্সক্লুসিভ ডেস্ক : এক-দেড়শো নয়, দোকান খুলে ১৫ লাখ টাকা কেজি দরে ডাল বিক্রি করছে আম আদমি পার্টি। ভারতের হরিয়ানা রাজ্যের বেশকিছু পাড়া মহল্লায় রীতিমতো স্টল খুলে এই ডালের পসরা দিয়েছেন কেজরিওয়ালের দলের কর্মী, সমর্থকরা। খবর শুনে আশ্চর্য ডালের দোকান দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। তবে দেখেই শেষ, কেনার কথা মুখেও উচ্চারণ করছেন না কেউ।

দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ে দেশজুড়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে AAP। তারই অঙ্গ হিসেবে হরিয়ানা জুড়ে মোদি কি দাবা নামে এক প্রতীকী প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানেই মহামূল্যের ডাল বিক্রি করা হচ্ছে। দলের কর্মকর্তা ললিত অগ্রবালের অভিযোগ, মাত্র ৫০ টাকা কেজি দরে ডাল কিনে তা ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

অবিলম্বে এই কালোবাজারি বন্ধের দাবি জানাচ্ছি আমরা। ক্ষমতায় আসার আগে বিদেশ থেকে কালোটাকা উদ্ধার করবেন বলে প্রতিশ্রুতি দিয়োছিলেন নরেন্দ্র মোদি। তিনি এও বলেছিলেন, কালোটাকা উদ্ধার হলে প্রতি ভারতীয় ১৫ লাখ টাকা করে পাবেন। আর সেই বক্তব্যকে হাতিয়ার করেই ডালের দাম ১৫ লাখ টাকা করা হয়েছে বলে জানান তিনি।

এখানেই থামেননি উদ্যোক্তারা। ডাল চোখে দেখলে ১০১ টাকা, গন্ধ শুঁকলে ১৫১ টাকা ধার্য করা হয়েছে। AAP উদ্যোক্তাদের দাবি, ভালোরকম সাড়া মিলেছে এই প্রতীকী আন্দোলনে।  ‌‌

২৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে