মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০১:২৩:১৫

স্কুল ফাঁকি দিতে ছোট্ট বাচ্চার দারুণ পরিকল্পনা, বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হবেন আপনিও

স্কুল ফাঁকি দিতে ছোট্ট বাচ্চার দারুণ পরিকল্পনা, বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হবেন আপনিও

এক্সক্লুসিভ ডেস্ক : ছেট্ট বাচ্চারা প্রতিদিন স্কুলে যেতে চায় না। আর স্কুল ফাঁকি দিতে তারা নানা ধরণের বুদ্ধি আঁটে। আবার কখনো বায়না ধরে বসে বাচ্চারা। এমনকি জ্বর-পেট ব্যথাসহ নানা উছিলা আবিষ্কার করতেও পিছ পা হয় না তারা। তবে তাদের এই দুষ্টামি বাবা-মায়েরা ঠিকই ধরতে পারেন।

অবশ্য এই দুষ্টামিকে মুদ্ধিমত্তায় রূপ দিয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ওয়াকার দম্পতির ছেলে কলিন দেখিয়েছে প্রতিভার ঝলক। স্কুল ফাঁকি দিতে চার বছরের এই বাচ্চা রীতিমত দারুণ এক পরিকল্পনা করেছে।

আর তা হল- শিক্ষকের নামে বাবা-মাকে চিঠি লিখে স্কুল বন্ধের কথা জানাবে। তারপর হোমওয়ার্কের খাতায় লেখা শিক্ষকের মন্তব্য থেকে তার হাতের লেখা নকল করতে শুরু করে সে। এভাবে তিন মাস ধরে চেষ্টা চলে। তারপর শিক্ষকের নামে বাবা-মাকে চিঠি লেখে কলিন।

চিঠিতে বলা হয়েছে-
'মিস্টার এবং মিসেস ওয়াকার,
এই সপ্তাহে স্কুল বন্ধ, কাজেই কলিন বাড়িতে অবস্থান করে ভিডিও গেমস খেলতে পারে।

মিসেস টিগ
আমি শিক্ষক

সাধারণত স্কুলের শিক্ষকরা অভিভাবকদের পাঠানো চিঠিতে ‌‘আমি সেই শিক্ষক’ কথাটি লিখে থাকেন। কিন্তু মজার ব্যাপার হল কলিন এ কথাটি লিখতে গিয়ে teacher শব্দটির বানান techer লেখে। এতেই ধরা পড়ে যায় সে। তবে দুষ্টুমি করতে গিয়েও সে যে প্রতিভার পরিচয় দিয়েছে তাতে খুশি ওয়াকার দম্পতি ও শিক্ষ টিগ।
২৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে