শরীরে ৫৩ চামচের নয়া রেকর্ড
এক্সক্লুসিভ ডেস্ক : নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন রেকর্ড গড়লেন চুম্বক মানব ইতিবার ইচেয়েভ। নতুন বছরের দোরগোড়ায় এসে তিনি শরীরে একসঙ্গে ৫৩টি চামচ আটকে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন।
জর্জিয়ার কিক বক্সিং কোচ ইতিবার নিজের গায়ের পেছনে ও বুকে মোট ৫৩টি চামচ আটকে রাখলেন। এর আগে ২০১১ সালে নিজের গায়ে ৫০টি চামচ আটকে দুনিয়াকে চমকে দিয়েছিলেন ৪১ বছর বয়সী এ চুম্বক মানব।
শুধু তাই নয়, অবাক হওয়ার আরও খবর হলো, ইতিবার এখানেই থেমে থাকছেন না। গায়ে ৫৩টি চামচ ঝুলিয়ে বললেন, এবার আমি শরীর দিয়ে প্লেনকে এগিয়ে নিয়ে দেখাবো। তারপর কিছুদিনর মধ্যেই খালি ট্রেনও লাইন ধরে এগিয়ে নিয়ে যাবো।
ইতিবারের এ ঘোষণায় আবারও একটু নড়েচড়ে বসেন অনেকেই। কল্পনা করে দেখুন, চুম্বকের টানে একটি আস্ত প্লেন বা ট্রেন নড়ে যাচ্ছে। এও কি সম্ভব! ইতিবারের শরীরের চুম্বকীয় পাওয়ারের কথা ভেবে অপেক্ষায় থাকা যাক না আরও কিছুদিন!
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস