গরু দেখাশোনা করবে রোবট !
এক্সক্লুসিভ ডেস্ক: 'গরু নিয়ে মাঠে যাচ্ছে রাখাল ছেলে' এমন একটি দৃশ্যের সাথে আমরা সবাই পরিচিত । কিন্তু আধুনিক এই বিজ্ঞানের যুগে আর দেখা যাবে না এমনটি । নিশ্চয়ই ভাবছেন বিজ্ঞানের সাথে এর কি সম্পর্ক?
হ্যাঁ, বিজ্ঞানের ধারাবাহিকতায় এবার রাখালও মুক্তি পাচ্ছে তার কাজ থেকে। গরু নিয়ে আর মাঠে যেতে হবে না তার! কেননা প্রযুক্তির ব্যবহারে রাখালের কাজ করে দিবে রোবট ।
এক খবরে বিবিসি জানিয়েছে, গরু দেখাশুনা করতে রোবট ব্যবহারের কথা ভাবছে অস্ট্রেলিয়ার ডেইরি ফার্মগুলো। গবেষণায় দেখা গেছে, গরুগুলো চার চাকার রোবটকে সহজেই মেনে নিচ্ছে। আর অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ার ডেইরি ফার্মে গরুর দুধ দোয়াতে ব্যবহৃত হয় স্বয়ংক্রিয় যন্ত্র।
তবে এর আগেও ফার্মের অন্যান্য কাজের উপযোগী রোবট বানিয়েছেন সিডনি ইউনিভার্সিটির একদল গবেষক। শুধু দিনে নয় রাতেও রোবটটি ফার্মের গাছপালা ও অন্যান্য জিনিস দেখাশোনা করতে পারবে।
রোবটটির নাম রোভার। এর প্রাথমিক কাজ ছিল ডেইরি ফার্মের গাছপালা দেখাশোনা করা। এ কাজটি করতে গিয়ে প্রায়ই মানুষকে দুর্ঘটনায় পড়তে হয়। ঝুঁকিপূর্ণ এ কাজে রোবট ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে গবেষণায় দেখা গেছে, ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহারে ডেইরি ফার্মে দুর্ঘটনা কমে আসবে।
এ প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে ডেইরি ফার্মে গরু দেখাশুনা করতে গিয়ে কৃষকদের হতাহতের ঘটনা কমে আসবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন ফার্মের মালিকরা।
রোবটটি প্রাথমিক পর্যায়ে থাকলেও এখনই কিনতে আগ্রহ প্রকাশ করেছেন কৃষকেরা। নির্মাতারা জানিয়েছেন, রোবটটিতে আরও উন্নয়ন করে তবেই বাজারে ছাড়া হবে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস