মধ্যবয়সী পুরুষের প্রেমে তরুণীরা
এক্সক্লুসিভ ডেস্ক : ভালোলাগা থেকেই ভালোবাসা। ভালোবাসা থেকেই ঘর বাঁধার স্বপ্ন। কারো ভাগ্যে সে স্বপ্ন পূরণ হয় আবার কারো ভাগ্যে হয় না। তবে বর্তমান জামানায় ভালোবাসার ধরণটা পাল্টেছে।
আগেকার যুগে ভালোবাসার ক্ষেত্রে মেয়েরা বয়সের দিকে নজর রাখতো বেশি। কিন্তু বর্তমান যুগে ছেলেরা মধ্যবয়স্ক হলেও মেয়েদের আপত্তি নেই। দিন দিন এ ধরনের সম্পর্ক বেড়েই চলেছে। এর কারণ মধ্যবয়স্ক পুরুষটি যদি ধনাঢ্য হয় তাতে তো কথাই নেই।
বিশেষজ্ঞরা এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ খুঁজে বের করেছেন। একজন মধ্যবয়স্ক পুরুষ নিজেকে গড়ে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করেন। মেয়েরা কী চান সেটা তারা ভালো করেই বোঝেন।
অতীতে এতোটা প্রকট না থাকলেও পিতার বয়সী পুরুষদের প্রেমে পড়াটা তরুণীদের জন্য ইদানীং খুব সহজ একটা বিষয়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, কমবয়সী একটি মেয়ে প্রেমে হাবুডুবু খেলেও বেশি বয়সী পুরুষটি যদি বিপুল অর্থ-বিত্তের মালিক হন তাতে তো কোনো কথাই নেই।
বেশি বয়সী পুরুষরা আবার কমবয়সী মেয়েদের পটাতেও উস্তাদ। তারা সহজে মেয়েদের কাছে গিয়ে কথা বলতে কোনো সংকোচবোধ করেন না।
আবার বেশি বয়সী পুরুষদের মাঝেই খুঁজে পাওয়া যায় স্নেহ, আদর- এমন কথা অনেক তরুণীর। বিনা পরিশ্রমে নিজের জন্য সুখ নিশ্চিত করতে চায় তারা।
আবার পুরুষটি যদি নিজের স্ত্রী সংসারকে অনেক ভালোবেসে থাকেন এবং তাদের নিয়ে অনেক সুখী হয়ে থাকেন তাদের এই সুখ দেখে লোভে পড়ে যায় কম বয়সী মেয়েরা। বিশেষ করে পারিবারিক অশান্তির বেড়ে উঠা মেয়েরা।
অনেকে মেয়েই আছে নিজেরা কিছু করতে পারে না, প্রতিটি ব্যাপারেই অন্য মানুষের সহযোগিতা চায়। তারা মনে করে, একজন ‘ম্যাচিউর’ পুরুষ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। এও ভাবে, একজন মধ্যবয়সী পুরুষ যৌনতা সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ। অনেকের আবার ভালোই লাগে মধ্যবয়সী পুরুষকে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস