শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৫:৪৯

পৃথিবীর দীর্ঘতম ১০টি নদী !

পৃথিবীর দীর্ঘতম ১০টি নদী !

এক্সক্লুসিভ ডেস্ক: মহাবিশ্বের বিভিন্ন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য সব নদ-নদী । তবে আকার আয়তন এবং গভীরতায় রয়েছে একটি অন্যটির থেকে বিশাল ব্যবধান ।

তবে আসুন তাহলে দেখা যাক পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ১০টি নদীর সামান্য তথ্য উপাত্ত।

১। নীল নদ (Nile) পৃথিবীর বৃহত্তম নদী। নীল নদের দৈর্ঘ্য ৬,৬৫০ কিলোমিটার। ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, উগান্ডা, তাঞ্জানিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, মিশর ,কঙ্গো ,দক্ষিণ সুদান ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে নীল নদ এসে মিশেছে ভূমধ্য সাগরে।

২। আমাজন (Amazon) নদীর দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার। ব্রাজিল , পেরু , বোলিভিয়া , কলোমবিয়া , ইকুয়েডর , ভেনিজুয়েলা , গিয়ানা ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এ নদীটি এসে মিশেছে আটলান্টিক মহাসাগরে।

৩। Yangtze নদীর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। চীনের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে পূর্ব চীন সাগরে।

৪। মিসিসিপি (Mississippi) নদীর দৈর্ঘ্য ৬,২৭৫ কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এ নদীটি এসে মিশেছে মেক্সিকো উপসাগরে।

৫। Yenisei নদীর দৈর্ঘ্য ৫,৫৩৯ কিলোমিটার। রাশিয়া ও মঙ্গোলিয়ার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এ নদীটি এসে মিশেছে (Kara Sea) কারা সাগরে।

৬। Yellow River বা হলুদ নদীর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার। চীনের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে Bohai Sea তে।

৭। Ob নদীর দৈর্ঘ্য ৫,৪১০ কিলোমিটার। রাশিয়া, কাজাখিস্তান , চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে Ob উপসাগরে।

৮। পারানা (Parana) নদীর দৈর্ঘ্য ৪,৮৮০ কিলোমিটার। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বোলিভিয়া, উরুগুয়ে ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে Rio de la Plata এ।

৯। কঙ্গো (Congo) নদীর দৈর্ঘ্য ৪,৭০০ কিলোমিটার। কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র , এ্যাঙ্গোলা, তাঞ্জানিয়া , ক্যামেরুন , জাম্বিয়া , বুরুন্ডি , রুয়ান্ডা ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে আটলান্টিক মহাসাগরে।

১০। দশম দীর্ঘতম নদীর নাম আমুর (Amur), এর দৈর্ঘ্য ৪,৪৪৪ কিলোমিটার। রাশিয়া, চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এ নদীটি এসে মিশেছে Sea of Okhotsk এ।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে