ভৌতিক এক আলোর খেলা !
এক্সক্লুসিভ ডেস্ক: ভূত বলতে পৃথিবীতে এমন কিছু আছে কি? আধুনিক এই বিজ্ঞানের যুগে ভূত-প্রেত বিশ্বাস করে এমন মানুষ হয়তো কমই আছে ।
তবে রহস্যময় এই পৃথিবীর কিছু অদ্ভুত লীলাখেলা যা বিজ্ঞানকেও হার মানায়। যার পূর্ণব্যাখ্যা হয়তো বিজ্ঞানেরও অজানা ।
পৃথিবীর বুকে তেমনই একটি জায়গা টেক্সাসের মারফা । যেখানে দেখা যায় ব্যাখ্যাতীত রহস্যময় এক আলোর খেলা । যেটি ভৌতিক আলো নামে পরিচিত ।
এই জায়গাটিতে প্রায়ই আকাশের উপর ঘোরাঘুরি করতে দেখা যায় অদ্ভুত এক আলো। যা সর্বপ্রথম ১৯৫৭ সালে সবার নজরে আসে। যদিও জনশ্রুতি অনুযায়ী আরো আগে থেকেই চলছে এই আলোর খেলা।
আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই স্থানটিতে অনেকসময়ই বাস্কেটবলের সমান ৬টি রংয়ের আলোর দলও দেখা যায়। সাদা, লাল, নীল, হলুদ, কমলা এবং সবুজ। একসাথে একেবারে বেশ কয়েকটি আলোর দল যেন এখানে খেলা করে।
নির্দিষ্ট কোন কাজ নেই এই আলোর। বেশ কিছুক্ষণ এরা ইতস্ততভাবে আকাশে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরাঘুরি করতে থাকে।
এগুলো কিসের আলো আজও কোনো ব্যাখ্যা নেই কারো কাছে। এই মারফা লাইটের ব্যাপারটি নিয়ে অনেক ভিডিও ফুটেজ এবং ছবি তোলা আছে। চাক্ষুস নিজের চোখে এই মারফা লাইট দেখেছে এমন মানুষ প্রচুর।
এখনও চলছে এই আলোর খেলা। বেশ কয়েকটি বিজ্ঞানীর দল এই আলোর পিছনে অনেক গবেষণাও চালিয়েছেন। তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন মানুষকে। কিন্তু মানুষের কাছে এই ব্যাখ্যা যেন বিশ্বাসযোগ্য নয়। কেননা অনেক ফাক ছিলো বিজ্ঞানের সেই ব্যাখ্যায়।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস