বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৫:৫০:৪১

নতুন হোয়াটসঅ্যাপে 'Reply' ফিচারটি ব্যবহার করবেন যেভাবে?

নতুন হোয়াটসঅ্যাপে 'Reply' ফিচারটি ব্যবহার করবেন যেভাবে?

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি হয়তো হোয়াটসঅ্যাপে কারো সঙ্গে ব্যক্তিগত চ্যাট করছেন। আবার অন্যান্য গ্রুপে হয়তো একের পর এক মেসেজ আসছে। কিন্তু দুজনকেই একসঙ্গে উত্তর দেয়া সম্ভব নয়। অনেক সময়ই তাড়াহুড়ো করতে গিয়ে একজনের উত্তর আরেকজনকে দিয়ে দেয়ার ঘটনাও ঘটে থাকে। কিংবা কোনো ব্যক্তিগত টেক্সট ভুলবশতঃ অন্য গ্রুপে পোস্ট হয়ে গেল। আর এতেই একটা বাড়তি চাপের মধ্যে থাকতে হয় আপনাকে।

এবার আর এই ভুল বোঝাবুঝি হবে না। হোয়াটসঅ্যাপ-এর নয়া আপডেট ভার্সানে রিপ্লাই ফিচারের মাধ্যমে টেক্সট নিয়ে ভুলবোঝাবুঝি হওয়ার সম্ভাবনাই নেই। গ্রুপ হোক বা একজন, প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে উত্তর দেয়া যাবে এই নয়া রিপ্লাই ফিচারে।

কী ভাবে পাবেন এই ফিচার? ব্যবহার করবেন কী করে?

১. যাকে সরাসরি উত্তর দিতে চান, সেই ব্যক্তির মেসেজের উপর খানিক্ষণ আঙুল প্রেস করুন। ডান দিকে মেনু অপশন আসবে।

২. সেখানে 'Reply' ট্যাপ করুন, মেসেজ আপনার টেক্সট বক্সে এমবেড হয়ে যাবে।

৩. মেসেজ টাইপ করুন, আর সে ব্যক্তিকে পাঠিয়ে দিন।

অ্যান্ড্রয়েড ও ios-এ পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ-এর নয়া ফিচারটি।
২৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে