এক্সক্লুসিভ ডেস্ক : বয়স মহিলার ৭৬, কিন্তু লাঠি চালানো দেখলে মাথা খারাপ হয়ে যাবে! এক ব্যক্তিকে একাই আটকে দিচ্ছেন এই মহিলা।
লাঠি হাতে তার কারসাজি দেখে রীতিমতো আঁতকে ওঠে নেটিজেনরা। মুহূর্তেই ভাইরাল মীনাক্ষি আম্মার কালারিপায়াত্তু।
গত ৬৬ বছর ধরে কালারিপায়াত্তুর সঙ্গে যুক্ত আছেন তিনি। কেরালার গ্রামে শিক্ষিকা মীনাক্ষ্মী আম্মার কাছে প্রচুর শিক্ষার্থী।
কালারিপায়াত্তু কি?
প্রাচীন ভারতের লাঠির এই কারিগরি আসলে এক মার্শাল আর্ট। এ বিদ্যার সঙ্গে যুক্ত প্রত্যেকেই জানেন, বিশ্বের সবচেয়ে পুরনো আর্ট কালারিপায়াত্তু।
ভিডিওতে দেখা যায়, প্রীতি ম্যাচে অনেক কম বয়সী এক ব্যক্তির সঙ্গে লড়াই করছেন মীনাক্ষি আম্মা। রীতিমতো দাপটের সঙ্গে লড়ছিলেন তিনি।
প্রত্যেক মুহূর্তে দুর্বোধ্য ছিলেন। ফেসবুকে ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দর্শকসংখ্যা বাড়তে থাকে।
এর মধ্যেই ১০ লাখ ফেসবুক ইউজ়ার দেখে ফেলেছে ভিডিওটি। সংখ্যাটা যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। তার অসম্ভব লাঠি চালানো কেউ দেখলে আরেকজনকে না বলে পারবে না।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম