বুধবার, ২৯ জুন, ২০১৬, ১১:৫৬:০৬

বয়স ১০, কিন্তু শিশুটির ওজন ১৯২ কেজি!

বয়স ১০, কিন্তু শিশুটির ওজন ১৯২ কেজি!

এক্সক্লুসিভ ডেস্ক : ১০ বছর বয়সের শিশু অথচ তার ওজন ১৯২ কেজি! ছোট বেলা থেকেই তার শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে।  

বিশ্বের সবচেয়ে স্থুলকায় শিশু বলা হচ্ছে আর্য পারম্যানাকে।  জরুরি ডায়েটে থাকা স্থুলকায় এ শিশুর চিকিৎসকরা তার জীবনকে হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।

তারা বলছেন, যথাযথভাবে ডায়েট করা না গেলে যেকোনো সময় না ফেরার দেশে জায়গা হতে পারে সিপুরওয়াসারির এ শিশুর।

১৯২ কেজি ওজনের এ শিশু এতটাই মোটা যে, ঠিকমতো চলাফেরাও করতে পারে না।  শুধু তাই নয়, স্কুলও যেতে পারে না পারম্যানা।

তার বাবা বাজারে ছেলের জন্য কাপড় খুঁজলেও তা পাননি।  স্থানীয় ভাষায় সারং নামের এক ধরনের পোশাক পরে শিশুটি; যা লুঙ্গির মতো।

শিশুটি এতটাই মোটা যে, স্বাভাবিকভাবে শুয়ে শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হয়।  দেয়ালে হেলান দিয়ে ঘুমাতে হয় তাকে।  

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে মোটা এই শিশুকে দেখতে আশপাশের মানুষ প্রতিনিয়ত প্যারমানার বাড়িতে ভিড় জমায়।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে