এক্সক্লুসিভ ডেস্ক : এইখানে ছোট নদী চলে এঁকেবেঁকে৷ বৈশাখ মাসে যার হাঁটুজল থাকে৷ আকাশ ভরা মেঘ, আর মেঘের মাঝে পাহাড়৷ শীতকালে চারিদিকে কমলালেবুর বাহার৷ এই হল ওপার বাংলার শিলিগুড়ির কার্শিয়াং-এর সিতং গ্রামের পরিচয়৷ এই উইকএন্ড-এর ছুটিতে একবার ঢুঁ মেরে আসতেই পারেন ছোট্ট এই পাহাড়ি গ্রামটিতে৷
কী দেখবেন –
পাহাড়ের কোলে থাকা ছোট্ট সিতং যেন প্রকৃতির কোনও চিত্রকরের নিখুঁত তুলির টান৷
লেপচাদের এই গ্রাম কমলালেবু চাষের আঁতুরঘর৷
প্রত্যেক বাড়িতে রয়েছে সুন্দর অর্কিডের বাগান৷
সবুজে ঘেরা গ্রামের পথে একটু হাঁটলেই দেখা যাবেন প্রাচীন বাঁশের সেতু ও চার্চ৷
কমলালেবুর বাগানের মাঝ দিয়ে একেবেঁকে চলে গেছে ছোট্ট রিয়াং নদী৷
আর সময় পেলে ঘুরে আসতেই পারেন মংপুতে কবিগুরুর বাসভবন৷
কীভাবে যাবেন – আগে যেতে হবে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।
তিন দিক থেকে যাওয়া যায় সিতং-এ৷ সবচেয়ে ছোট রাস্তা শিলিগুড়ি থেকে সেবক হয়ে ৫৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে৷
দ্বিতীয় রাস্তা শিলিগুড়ি থেকে রামভি ও মংপু হয়ে৷
তৃতীয় রাস্তা কার্শিয়াং থেকে দিলারাম হয়ে বাগোরা ও ঘরেয়াতার দিয়ে৷
কোথায় থাকবেন –
নতুন করে তৈরি হয়েছে সিতং চার্চের গেস্ট হাউস৷ মোট ৯টি অত্যাধুনিক ঘর রয়েছে৷ ২৪ ঘণ্টা পাওয়া যাবে গরম জল৷ আর সঙ্গে অর্গানিক ফুড৷
৩০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস