বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০৪:০৯:৩২

পৃথিবীর সব’চে বড় গুহা এটি, এখানেই আশ্চর্য এক পৃথিবী

পৃথিবীর সব’চে বড় গুহা এটি, এখানেই আশ্চর্য এক পৃথিবী

সীমান্ত প্রধান : সুন্দর কে না ভালোবাসি? আমরা সবাই সুন্দরের পুজারি। ভ্রমণ পিপাসুরাও সুন্দরের সানিধ্যে যেতে প্রায় আনচান থাকেন। বিশ্বের যত সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকে, তা খুঁজে খুঁজে উপভোগও করেন তারা।

এবার তেমনই একটি সৌন্দর্য মণ্ডিত স্থানের খোঁজ পাওয়া গেছে যে, তার বর্ণনা জানলে আপনিও রোমাঞ্চিত হবেন। যেতে মন চাইবে আপনারও। তবে প্রথম ব্যাপারটা জানার পর একটু চমকেই যাবেন। বলবেন পৃথিবীর ভেতরে আরেকটা পৃথিবী! এমন কি হয়?

না, হয় না। তবে ভিয়েতনামের একটি গুহাকে পৃথিবীর ভেতরের আরেক পৃথিবীই বলা হয়ে থাকে। দেশটির হ্যাং সন ডুং-ই হল পৃথিবীর সবথেকে বড় প্রাকৃতিক গুহা। ২০০৯ সালে এই গুহায় প্রথমবারের জন্য মানুষের প্রবেশ ঘটে। তবে ১৯৯১ সালে এক চাষি এই গুহাটির সন্ধান পান। এখন পর্যন্ত এটিই পৃথিবীর সবথেকে বড় প্রাকৃতিক গুহা।

সূত্র বলছে, অপার সৌন্দর্যে ঘেরা এই গুহাটি ৫ কিলোমিটার লম্বা। গুহার নীচে নামতে হলে অাপনাকে দঁড়ির সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হবে। উপর থেকে নীচে তাকালেই দেখতে পাবেন গভীর জঙ্গল। কল্পনা করতে পারছেন, এটা গুহার ভিতরে! ঢোকার ঠিক পরেই গুহার রূপে অাপনি মুগ্ধ হবেন। এ ক্ষেত্রে বাজি রাখা যেতেই পারে।

ওই গুহায় ঢোকার আরও একটি রাস্তা আছে। তা হল পাহাড়ের মাঝেই প্রাকৃতিকভাবে তৈরি হয়ে আছে রাস্তা। সেখান দিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন আপনি। এরপর ভেতরে একের পর এক সৌন্দর্য মণ্ডিত দৃশ্যগুলো চোখে পড়বে আপনার। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এই গুহার ভিতরে রয়েছে একটি নদীও। এই গুহার ভিতরে যত যাবেন, ততই অবাক হবেন।

এর ভেতরে সুবিশাল একটি স্ট্যালগমাইট রয়েছে। যা এত বড় স্ট্যালাগমাইট এর আগে আপনি কোথাও দেখেননি। শুনতে অবিশ্বাস্য লাগলেও, আরও একটি ব্যাপার ঘটে এই গুহার ভিতরে। এই গুহা এতই বড় যে এর ভিতরে মেঘ পর্যন্ত জমে। কী ভাবছেন তাহলে? পরের বার ভ্রমণে এই ভিয়েতনাম যাবেন?
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে