বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০৪:০৯:৫৭

মৃত্যুর ৭ বছর পর বাড়িতে হাজির সেনাসদস্য!

মৃত্যুর ৭ বছর পর বাড়িতে হাজির সেনাসদস্য!

এক্সক্লুসিভ ডেস্ক : রূপালি পর্দার কোনো ঘটনা নয়, একেবারে বাস্তব।  তবে যা আগে কখনো শুনেননি তা-ই শুনন।

মৃত্যুর ৭ বছর পর বাড়িতে ফিরলেন এক  সেনাসদস্য! ভারতীয় সেনাবাহিনীর সেই সেনাসদস্যের আগমনে রাজস্থানের আলোয়ারের বাড়িতে এখন উৎসবের আমেজ।

ধরমবীর যাদব নামে ওই সেনা সদস্য ২০০৯ থেকে নিখোঁজ হয়ে যান।  ভারতের উত্তরখণ্ড রাজ্যের রাজধানী দেরাদুনে এক সড়ক দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ ছিল না।

তাকে মৃত বলেই উল্লেখ করা হয়।  ২০১২ থেকে পেনশন পেতেও শুরু করে তার পরিবার।  আশ্চর্যের বিষয়, সড়ক দুর্ঘটনায় যিনি এতদিন নিখোঁজ ছিলেন  
৫/৬ দিন আগে হরিদ্বারের রাস্তায় তাকে বাইক এসে ধাক্কা মারে।

এতে আহত হন ধরমবীর।  তাতেই স্মৃতি ফিরে আসে তার।  বাইক আরোহী তাকে ক্ষতিপূরণস্বরূপ ৫০০ টাকা দেন।  সেই টাকা নিয়েই বাসে চেপে পৌঁছে যান বাড়িতে।

কলিংবেল শুনে দরজা খুলে বিশ্বাস করতে পারেননি তার বাবা।  মনে হয় তিনি স্বপ্ন দেখছেন।  বাড়িতে ঢোকার পর ভাষা হারিয়ে ফেলেন সবাই।

সাত বছর আগে যে ছেলে মারা গেছে, সে আবার ফিরে আসে কেমন করে? বিষয়টা বুঝতে বেশ খানিকটা সময় লেগে যায় পরিবারের লোকজনের।

তার স্ত্রী ও দুই কন্যা-সন্তান রয়েছে।  ধরমবীর জানিয়েছেন, দেরাদুনের দুর্ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে।  এরপর আর কিছু মনে নেই তার।
সূত্র : কলকাতা২৪
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে