বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০৫:১২:০৮

কেউ ভাবের পাগল, কেউ ভবের পাগল, কিন্তু এই পাগল কোন পাগল?

কেউ ভাবের পাগল, কেউ ভবের পাগল, কিন্তু এই পাগল কোন পাগল?

এক্সক্লুসিভ ডেস্ক : কেউ ভবের পাগল আর কেউ বা হয় ভাবের পাগল। এমন অনেক পাগলের খবরই জানি আমরা। তবে এবার যে পাগলের খবর দেব, তা কোন পাগল? সে উত্তর না হয় পাঠকরাই দিবেন।

সম্প্রতি এক যুবক বিয়ে করেছেন। আর তার বিয়ের খবর রীতিমতো ভাইরাল ইন্টারনেট দুনিয়াতে। শুধু তাই নয়, তার বিয়ে নিয়ে বিশ্বব্যাপীই হচ্ছে নানা হাস্যরস। এখন ভাবতে পারেন, একজন ‍যুবক বিয়ে করেছে আর তা নিয়ে হাসি-ঠাট্টার কি আছে?

তা অবশ্য মন্দ বলেননি। বিয়ে নিয়ে হাসি-ঠাট্টা করার কোন কারণই নেই। বিয়ে তো সবাই করে। এটাই তো সামাজিক রীতিনীতি। তাহলে এত হাসি-ঠাট্টা কেন হচ্ছে? আছে, এর পিছনে বিরাট একটি কারণ আছে। তাহলে আসুন জেনে নিই?

দিনরাত চোখে চোখ, হাতে হাতে৷ এক মুহূর্ত কাছছাড়া হওয়ার জো নেই৷ তাহলেই মন আমার কেমন কেমন করে…! প্রেমের পূর্বরাগের এমন গাঢ় অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেও প্রিয়তমাকে আপন করার উপায় নেই৷ কারণ তার মন নেই৷ আছে শুধু কিছু সার্কিট, চিপ আর সফটওয়্যার৷ আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন সঙ্গী হিসাবে যতই স্মার্ট, সপ্রতিভ হোক না কেন আদতে তো ফোন৷ তাই তার সঙ্গে প্রেম পরিণতিহীন৷

যদিও স্মার্টফোন প্রেমের এই বাধা সম্প্রতি ভেঙে দিয়েছেন এক মার্কিন তরুণ৷ রীতিমতো ধূমধাম করে রীতি রেওয়াজ মেনে নিজের স্মার্টফোনকে বিয়ে করেছেন তিনি৷ লাস ভেগাসের গির্জায় আয়োজিত সেই বিবাহ অনুষ্ঠানে কোনও কমতি ছিল না৷ রীতি মেনে টাক্সেডো পরে বিয়ের আসরে এসেছিলেন বর অ্যারন শারভেন্যাক৷ কনেকে পরনো হয়েছিল ডিজাইনার প্রোটেকটিভ কভার৷

স্ত্রীকে সুখ-স্বাচ্ছন্দ্য দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি আংটি বদল, চুম্বন কিছুই বাদ যায়নি৷ অ্যারন বলেন, স্মার্টফোনের উপর নির্ভরশীলতা বোঝাতেই এই সিদ্ধান্ত৷
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে