বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০৫:৫০:৫৮

যে কাজগুলোর জন্য কখনোই দুঃখিত হবেন না

যে কাজগুলোর জন্য কখনোই দুঃখিত হবেন না

এক্সক্লুসিভ ডেস্ক : আমরা মাঝে মাঝে অনেক না পারার যন্ত্রণায় ভুগি। এটা তারা পারল আমি পারলাম না। ওদের ভুল হল না, আমার হল। এমন অনেক বিষয় নিয়েই একটা আক্ষেপ থেকে যায় আমাদের মাঝে।

তবে সব ভুল নিয়ে এমন আক্ষেপ না করাটাই ভালো। বিশেষ করে এমন ১০টি ভুল আছে, যার জন্য কখনোই দুঃখ প্রকাশ করা উচিৎ নয়। কি সে ভুল? তাহলে চলুন জেনে নিই, কি সেই ভুল?

আপনি একজন ত্রিমাত্রিক মানুষ। তাই জায়গা নেওয়াটাই স্বাভাবিক। এ কারণে তাই দুঃখ প্রকাশের প্রশ্নই আসে না। আপনি সর্বজ্ঞ নন। এ নিয়ে ভাবছেন? কিন্তু, সর্বজ্ঞ হওয়া কারো পক্ষেই সম্ভব নয়। আর তাই সবকিছু নিয়ে যে আপনার জ্ঞান থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। ফলে এ নিয়ে দুঃখ প্রকাশ করার প্রয়োজন নেই।

মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আপনার প্রয়োজন খাবার, ঘুম ও অন্যান্য শারীরবৃত্তীয় কার্যক্রম। এগুলো নিশ্চিত করা কখনোই বিলাসিতা নয়। আর তাই এ বিষয়টি নিশ্চিত করার জন্য কোনো দুঃখ প্রকাশের প্রয়োজন নেই।

যদি অন্য একজন মানুষকে দেখে হিংসা করেন তাহলে জেনে রাখুন, আপনিও কম নন। আপনার যে অসাধারণ গুণ রয়েছে তা কোনো অংশেই হেলাফেলার নয়। আর তাই নিজের কম থাকার জন্য দুঃখ প্রকাশ করার প্রশ্নই আসে না। অবাস্তব বহু বিষয়ই রয়েছে যেখানে আপনি বিশ্বাস করেন না। এ জন্য দুঃখ প্রকাশের কোনো কারণ নেই। কারণ আপনিই সঠিক।

আপনি কি চাইলেই তিনটি স্থানে একসঙ্গে থাকতে পারবেন? অসম্ভব? তাহলে বুঝতে হবে আপনি সময় ও স্থানের হাতে বন্দি। আর এ কারণে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশের কোনো কারণ নেই।

আপনি আপনার সাধ্যমতো কারো জন্য সহায়তা করতে পারেন। কিন্তু সাধ্যের বাইরে তো সম্ভব নয়। আর এ জন্য তাই দুঃখ প্রকাশও অপ্রয়োজনীয়। আপনার মধ্যম অবস্থার কারণে কেউই সন্তুষ্ট হয়নি? এ জন্য মোটেই দুঃখ প্রকাশ করবেন না। কারণ যে বিষয়গুলো আপনার অপ্রিয়, সেগুলো বারবার দেখতে না চাইলে হাততালি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই।
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে