বন্ধু যখন চড়ুই পাখি !
এক্সক্লুসিভ ডেস্ক: খেলতে খেলতে হঠাৎ চোখ পরলো বাগানের কোণে পরে থাকা ছোট্ট এক পাখির উপর। ও মা! এ যে দেখছি কদিন আগের জন্ম নেয়া চড়ুই পাখির ছানা।
ইশ! একটা ডানা ভেঙ্গে গেছে। কি দরকার ছিল তোমার এতো তাড়াতাড়ি উড়তে শেখার? এখন কিভাবে উড়বে শুনি? আচ্ছা ঠিক আছে, এখন আমিই তোমাকে সুস্থ করে তুলবো।
আবেগতাড়িত স্নেহ মাখা চরম ভালোবাসা নিয়ে কথাগুলো ছিল রাশিয়ার ১২ বছর বয়সী এক ছোট্ট ছেলের। যার নাম ভেইডম ভ্যলিগরুভ।
রাশিয়ান শহর মিনুসিন্সকে দাদীর বাড়িতে গ্রীষ্মের ছুটি কাটানোর সময় ছেলেটি এই অসুস্থ পাখির ছানাটিকে পায়। অসুস্থ পাখিটি পাবার পর একে সুস্থ করে তোলা যেন ভেইডম এর দায়িত্ব হয়ে পড়ে।
সেবা আর ভালবাসা দিয়ে পাখিটিকে সুস্থ করে তুলতে ভেইডম প্রাণপণ চেষ্টা করতে লাগলো এবং এক সময় পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে আকাশে উড়ার সামর্থ অর্জন করে । অবশেষে ছেলেটি পাখিটিকে মুক্তবিহঙ্গে ছেড়ে দেয় এবং ফিরে যেতে বলে তার গন্তব্যে ।
কিন্তু ইতিমধ্যেই বন্ধুত্বের মায়াজালে আঁটকে পড়া পাখিটির যেন ফিরে যাবার কোন ইচ্ছাই নেই। ফিরে আসে বার বার ভেইডমের কাছে, অচেনা অজানা ভেইডমই হয় তার সবচেয়ে আপনজন । যেন প্রতিটিক্ষণ পাখিটি তার বন্ধু ভেইডমের কাঁধে মাথা রেখে জানান দিচ্ছে এটাই তার নিরাপদ আশ্রয়।
ভেইডমও তার বন্ধুত্বের মর্যাদা দিতে পাখিটির নাম রাখলো অ্যাব্বি। এরপর থেকেই যেন ভেইডম আর অ্যাব্বি একে অপরের নিত্য সঙ্গী ।
সারাক্ষণ একসঙ্গে খেলা করে দুজন, ভেইডম যেখানেই যায় সেখানেই তার সাথী হয় পাখিটি। ভালবাসা ও বন্ধুত্বের মোহে পরম আপনজন ভেইডমের মুখ থেকে খাবার নিতেও আপত্তি জানায় না অ্যাব্বি।
যে কেও দেখলেই মনে হবে পরম অবিচ্ছেদ্য এক মায়াজালে আটকা পড়ে গেছে দুই জগতের দুই বাসিন্দা ভেইডম ও অ্যাব্বি ।
ভেইডম এবং অ্যাব্বি-এর এমন বন্ধুত্বকে ভেইডমের বাবা-মা বেশ খুশি মনেই মেনে নেন। অ্যাব্বি এখন ভেইডমের মতোই তাদের পরিবারের একজন সদস্য ।
তারা জানান, আমরা আমাদের সন্তান এবং অ্যাব্বিকে নিয়ে বেশ আনন্দেই সময় কাটাচ্ছি।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস