শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪৪:২৯

বিশ্বের সবচেয়ে উঁচু রোলারকোস্টার!

বিশ্বের সবচেয়ে উঁচু রোলারকোস্টার!

এক্সক্লুসিভ ডেস্ক: আধুনিক এই বিশ্বে রোলারকোস্টার চেনে না এমন মানুষ বিরল । উন্নত রাষ্ট্রের মতো আমাদের দেশেও  বিভিন্ন পার্কে, উদ্যানে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে রোলারকোস্টার ।

তেমনই বর্তমানে 'কিংডা কা' কোস্টার পৃথিবীর সর্বোচ্চ কোস্টার হিসেবে পরিচিত, যার উচ্চতা ৪৫৬ ফুট। তবে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে আমেরিকার ফ্লোরিডায় তৈরি হচ্ছে পোলারকোস্টার নামে পৃথিবীর সবচেয়ে উঁচু রোলারকোস্টার, যার উচ্চতা হবে ৫২০ ফুট।

সম্পূর্ণ কোস্টারটি একটি বিশাল আকারের টাওয়ারকে ঘিরে তৈরি হবে এবং এর ব্যাস হবে ১৫০ ফুট! এই রাইড থেকে কোস্টার প্রায় ৬০ মাইল প্রতি ঘণ্টা বেগে ছুটে যাবে!

সম্পূর্ণ টাওয়ারটির উপরে থাকবে একটি রেস্তোরাঁ যেখান থেকে কোস্টারের যাত্রীদের উপর থেকে ৬০ মাইল ঘণ্টা বেগে নিচে নামিয়ে আনা হবে!

আপনার যদি উচ্চতায় ভয় থাকে তবে আপনি প্রথমে রেস্তোরাঁ উঠে সেখান থেকে উচ্চতা দেখে সিদ্ধান্ত নিবেন আপনি কোস্টারে উঠবেন কিনা!

এদিকে ‘পোলারকোস্টার’ এর বিষয়ে ঠিক ফ্লোরিডার কোন এলাকায় এটি তৈরি হবে তা এখনও কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়নি। সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০ থেকে ৬০ মিলিয়ন আমেরিকান ডলার বাজেট ধরা হয়েছে।

আন্তর্জাতিক থিম পার্ক সার্ভিসের প্রেসিডেন্ট ড্যানিস স্পেইগেল বলেন, 'এটি হতে যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার রাইড সুতরাং এখানে এখনও অনেক চমক বাকি রয়ে গেছে, যা সময় হলেই জানানো হবে।'

পৃথিবীর মানুষ দিন দিন বিভিন্ন থিম পার্ক তৈরির মাধ্যমে নতুন নতুন রাইড চালু করছেন। খুব শিগগিরই দুবাইতে আরেকটি থিম পার্ক টাওয়ারের ঘোষণা আসতে যাচ্ছে, যার উচ্চতা হতে যাচ্ছে ৮০০ ফুট!
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে