শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪৬:১৯

প্লাস্টিক খেকো মাছ !

প্লাস্টিক খেকো মাছ !

এক্সক্লুসিভ ডেস্ক : প্লাস্টিক মহাসাগরের জন্য এক ভয়াবহ আবর্জনা যা মহাসাগরে বসবাসকারী সব জীবের  স্বাভাবিক জীবনকে ব্যাহত করে।

 

এই প্লাস্টিক এন্টার্কটিকার  সমুদ্র তল থেকে শুরু করে সাগরের সবচেয়ে গভীরতম স্থান মেরিয়ানা ট্রেঞ্চ পর্যন্ত এর বিস্তৃতি। কিন্তু মহাসাগরের গ্রেট পাসিফিক গেব্রেজ পেচ-এ সাম্প্রতিক কালের এক জরিপে তুলনামূলকভাবে আগের চেয়ে  অনেক কম পরিমাণে প্লাস্টিক পাওয়া গেছে।

 

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ওসান ইনস্টিটিউটের মহাপরিচালক কার্লোস ডুয়ারেত তার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের ধারণা ছিল, প্রায় ১ লাখ টন প্লাস্টিক পাব, কিন্তু জরিপ শেষে মাত্র ১০ - ৩০ হাজার টন প্লাস্টিক পাই, যা আমাদের ধারণার ৯০ শতাংশই গায়েব করে দিয়েছে।’

এখন প্রশ্ন হলো, এতো বিপুল পরিমাণ প্লাস্টিক তাহলে কোথায় যাচ্ছে? অবশেষে হদিস মিলল, এ হারিয়ে যাওয়া প্লাস্টিক আবর্জনার। তাও আবার মাছের পেটে।

 

জি হ্যাঁ, সাগরের গভীরে এক বিশাল প্রজাতি নিয়ে বসবাস করে লেনটার্ন-ফিশ, যা আকারে ১ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।

 

প্রাথমিক পর্যায়ে এ মাছের বিভিন্ন প্রজাতি নেয়া গবেষণা করে দেখা গেছে, এক একটি লেনটার্ন-ফিশ প্রতিবার প্লাস্টিক খেয়ে তাদের পাকস্থলির প্রায় ৮৩ শতাংশ পূরণ করতে পারে, যা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে প্রায় অসম্ভব।

২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে