শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৪:১৩

দৃষ্টিসীমার বাইরে ১০০ বছর

দৃষ্টিসীমার বাইরে ১০০ বছর

নিউজ ডেস্ক : ১০০ বছর আগে বিষাক্ত হুলযুক্ত এক বিশেষ প্রজাতির জেলিফিশের দেখা পাওয়া গিয়েছিল। এর মাঝে আর এটিকে দেখা যায়নি। ১০০ বছর পর আবার এই জেলিফিশের দেখা পাওয়া গেল। Crambione Cookii নামের এই বিরল জেলিফিশকে সর্বশেষ ১৯১০ সালে দেখা গিয়েছিল, এরপর থেকে এটি ছিল মানুষের দৃষ্টিসীমার বাইরে।

একদমই বিরল এই জেলিফিশটিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলে দেখা যায় ও পরে এটিকে ধরে ফেলা হয়। ৫০ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই রহস্যময় প্রাণীটি সম্পর্কে খুব বেশি কিছু এখনো জানা যায়নি। তবে এর খুব বিষাক্ত হুল রয়েছে। আর এটি থেকে নিঃসৃত বিষ এতটাই ভয়াবহ যে এটি এই জেলিফিশের আশেপাশে পানিতে ভাসমান জীবন্ত যেকোনো কিছুকে আক্রান্ত করে ফেলতে সক্ষম। UnderWater World aquarium in Mooloolaba এর একুয়ারিস্ট পুক সিভিয়ের যখন সমুদ্রে একটি কচ্ছপকে ছেড়ে দিচ্ছিলেন, তখন তিনি এই জেলিফিশটি খুঁজে পান।

তিনি বলেন, যখনই আমি এটিকে দেখলাম তখনই আমি বুঝতে পারলাম এটি এমন এক প্রজাতি যেটিকে আমি এর আগে কখনো দেখিনি। আর ১০০ বছর পর এটি প্রথম আমার চোখেই ধরা পড়লো, ব্যপারটি সত্যিই খুব চমকপ্রদ।

তিনি Sunshine Coast Daily কে বলেন, এটা অন্যান্য জেলিফিশ থেকে একদমই ভিন্ন। আর অস্ট্রেলিয়ার উপকূলগুলোতে প্রাপ্ত জেলিফিশগুলোর মাঝে এটিই সবচেয়ে বড়। সমুদ্রবিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছেন। তাদের ধারণা ছিল এই জেলিফিশটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু এটি কিভাবে এতদিন মানুষের চোখকে ফাঁকি দিল সেটাই এক বিরাট রহস্য! এই কুইন্সল্যান্ডেই ১৯১০ সালে আমেরিকান বিজ্ঞানী আলফ্রেড গেইনসবোরো Crambione Cookii নামের এই জেলিফিশটি দেখেন। তখন থেকে এতদিন পর্যন্ত এই জেলিফিশের অস্তিত্বের পক্ষের যুক্তি একমাত্র এটিই ছিল। নতুন পাওয়া প্রাণীটি দেখে জেলিফিশ বিশেষজ্ঞ ডক্টর লিসা-অ্যান গার্সউইন এটিকে Crambione Cookii বলে শনাক্ত করেন।

জেলিফিশটিকে UnderWater World aquarium in Queenslandএ রাখা হয়েছে। গবেষকরা এটিকে আরো কাছ থেকে পর্যবেক্ষণ করতে চাচ্ছেন, যাতে এই রহস্যময় প্রজাতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। কারণ বিজ্ঞানীরা এখনো জানেন না কোথায় এই প্রাণীটি বসবাস করে, তাদের আয়ু কত কিংবা এই প্রজাতির আরো কত জেলিফিশ জীবিত আছে। তবে একুয়ারিস্ট পুক সিভিয়েরের ধারণা, এই জেলিফিশের স্বগোত্রীয় আরো জেলিফিশ পাওয়া যাওয়ার সম্ভাবনা খুব বেশি নয়।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে