অনলাইন পাসওয়ার্ডে সাবধান!
এক্সক্লুসিভ ডেস্ক : অনলাইন ব্যবহারে যারা নিয়মিত, তাদের জন্য সাবধান বার্তা দেয়া হয়েছে। কেননা, অনলাইনের তথ্য দিয়ে প্রিয়জনদের ক্ষতি করা এবং নিজেরা লাভবান হওয়ার জন্য ওত পেতে রয়েছে ইন্টারনেটের অপরাধীরা। সম্প্রতি এমনই সাবধান বার্তা দিয়েছেন জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট নিরাপত্তা বিভাগের পরিচালক নরবার্ট পলমান।
তিনি জানিয়েছেন, অনলাইনে যারা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রচুর লেখালেখি করেন, তাদের সাবধান হওয়ার সময় এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য হরহামেশাই দিতে থাকেন ব্যবহারকারীরা। কেউ বেশি দেন, কেউবা কম। কিন্তু এমন কিছু তথ্য যেগুলো বাইরের মানুষ জানলে আপনার ক্ষতি হতে পারে, তেমন তথ্য না দেয়ারই পরামর্শ দিয়েছেন তিনি।
পলমান মনে করেন, অপরাধীরা কারও পোষা প্রাণী বা প্রিয়জনের নাম জানলে তারা সেটি দিয়ে আপনার পাসওয়ার্ড বের করে ফেলতে পারে। এমনকি জটিল পাসওয়ার্ড ব্যবহারকারীদের ক্ষেত্রেও তারা সেটি বের করতে সক্ষম হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিরাপত্তা প্রশ্ন দেয়া থাকে। যেমন- জন্মদিন, প্রিয়জনের নাম, যা থেকে ফেসবুকে ওই ব্যক্তিকে বের করে ফেলাও সহজ। এর ফলে যেটা হতে পারে অপরাধীরা ওই নাম ব্যবহার করে লাভবান হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ধরুন, আপনার ফেসবুক স্ট্যাটাস থেকে অপরাধী জানতে পারল আপনার মেয়ে লন্ডনে। তখন সে আপনার আত্মীয়দের নামে কয়েকটি মেইল পাঠাবে। যেখানে হয়তো বলা থাকবে যে আপনার মেয়ে সড়ক দুর্ঘটনায় আহত, তার জন্য জরুরি ভিত্তিতে অমুক ঠিকানায় অর্থ পাঠান।
আর আপনি ওই অর্থ পাঠালেই সেটা চলে যাবে তাদের কাছে। তাই অনলাইনে তথ্য দেয়ার ক্ষেত্রে নিজের সাধারণ জ্ঞান খাটানোর কথা বলেছেন পলমান। যেমন, অর্থ পাঠানোর আগে বিষয়টি খতিয়ে দেখতে হবে, আসলেই আপনার মেয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন কিনা। সেইসাথে কাউকে পাসওয়ার্ড না জানাতেও বলছেন বিশেষজ্ঞরা। এমনকি সেগুলোতে আপনার পোষ্য, প্রিয়জনের নাম না থাকলেই ভালো। সর্বোপরি বিশেষজ্ঞদের মতে, পাসওয়ার্ড দেয়াসহ অনলাইনে ব্যক্তিগত বা জরুরি তথ্য যত কম দেয়া যায়, ততই ভালো।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস