রৌপ্যকেশী দুর্লভ পোকা
এক্সক্লুসিভ ডেস্ক : অদ্ভুত ঢঙের চুল বের হয়ে এসেছে শরীর থেকে। মনে হতে পারে একেবারে আধুনিক এক ভদ্রলোক। যিনি কিনা জেল দিয়ে চুল খাড়া করে সাজিয়ে রেখেছেন। এমনই স্টাইলিশ এই পোকাটার দুর্লভ ছবিটি তুলেছেন ট্রন্ড লারসেন। ২০১২ সালে দক্ষিণ-পূর্ব সুরিনামে একটি বৈজ্ঞানিক সফর চলাকালে তিনি এর ছবি তোলেন অনেক কষ্ট করে, কারণ এই পোকাগুলো সারাক্ষণই লাফিয়ে বেড়ায়।
‘প্ল্যান্ট হপার’ ধরণের এই পোকাটা নতুন প্রজাতি কিনা তা নিশ্চিত করে বলা যায়নি। তবে মাত্র পাঁচ সেন্টিমিটার লম্বা এই পোকাটা যে একেবারেই নজরকাড়া এ ব্যাপারে সবাই একমত। চঞ্চল প্রজাতির এই ছোট্ট পোকাটাকে খুঁজে বের করে আবার তার ছবি তোলা একেবারেই দুঃসাধ্য। আর সে জন্যেই এর কোনো নমুনা সংগ্রহ করা সম্ভবই হয়নি। ধরার বন্দোবস্ত করার আগেই তা লাফিয়ে লাফিয়ে দূরে চলে যায়। সাধে কি এর নাম ‘প্ল্যান্ট হপার’? আর নমুনা পাওয়া যায়নি বলেই এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এটা কি একেবারে আলাদা কোনো প্রজাতি নাকি আগেরই কোনো প্রজাতির মিউটেশন।
এই ‘প্ল্যান্ট হপারটা’কে শনাক্ত করতে না পারার আরেকটা কারণ হলো- এটি ছিল জীবনচক্রের ‘নিম্ফ’ পর্যায়ে। এই পর্যায়ে ‘প্ল্যান্ট হপার’দের শরীরের প্রজননতন্ত্র এবং ডানা অনুন্নত পর্যায়ে থাকে আর প্রাপ্তবয়স্ক হপারের সাথে এর চেহারাতেও থাকে অনেক পার্থক্য। এই অপ্রাপ্তবয়স্ক হপারটির পিঠে দেখা যাচ্ছে ‘উইং বাড’ যা প্রাপ্তবয়স্ক হপারে গিয়ে ডানায় পরিণত হবে।
আর এর পিঠের প্রান্ত থেকে যে চুলের গোছা বের হয়ে এসেছে তার ব্যাপারে বিজ্ঞানীদের মত, অনেক প্ল্যান্ট হপারের পেট থেকে এমন মোম নিঃসৃত হয় এবং এমন আকৃতি ধারণ করে। শিকারি এবং প্যারাসাইট প্রাণীদেরকে থেকে বেঁচে জন্য এই অভিনব কৌশল। মনে হতে পারে, এমন বাহারি চুল দেখে তো আরও শিকারি আকর্ষণ হবার কথা। কিন্তু এখানেও রয়েছে বুদ্ধির খেলা। এই চুলের গোছা ধরে ‘প্ল্যান্ট হপার’টাকে পাকড়াও করতে গেলেই এগুলো ভেঙে চলে আসবে আর এই সুযোগে হপার নিজে পালিয়ে যাবে। ব্যাপারটা অনেকটা টিকটিকির লেজ খসে যাওয়ার মতো।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস