শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৪:৩২

৭ মাসেই কথা বলে জোনাথন

৭ মাসেই কথা বলে জোনাথন

এক্সক্লুসিভ ডেস্ক : মাত্র এক বছর বয়সী বিস্ময়কর শিশু জোনাথন দিন দিন চমকে দিচ্ছেন সবাইকে। হাঁটাচলা থেকে শুরু করে অন্যান্য কাজেও তার বয়সী অন্য শিশুদের তুলনায় অনেকটাই এগিয়ে সে। ছোট থেকেই ব্যতিক্রম এ শিশুটি। মাত্র সাত মাসে কথা বলার রেকর্ড করেছে সে!

কয়েকটি ব্রিটিশ পত্রিকা এরই মধ্যে তাকে দিয়েছে ‘সুপারম্যান কিড’-এর খেতাব। জন্মের সময়েও মাকে বেশি কষ্ট দেয়নি বার্মিংহামের ওই বিস্ময়কর শিশু জোনাথন। মায়ের মাত্র পাঁচ মিনিটের গর্ভযন্ত্রণার পরেই নাকি পৃথিবীর আলো দেখেছিল জোনাথন। সম্প্রতি এক বছরে পা দিতে যাচ্ছে শিশুটি।

বিস্ময়কর ওই শিশুটি সম্পর্কে জানা যায়, শুধু কথা বলাই নয়, অন্যান্য কাজেও সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে সে। মাত্র সাত মাসেই প্রায় রপ্ত করে ফেলেছিল হাঁটাচলাও। শুধু তাই নয়, জোনাথনের মায়ের দাবি, সে নাচেও ভালো।
 
শিশুটির কীর্তি কিন্তু এখানেই শেষ নয়। মা জেফ্রি জনাসনের ল্যাপটপেও দারুণ আগ্রহ জোনাথনের। কীভাবে রিমোট দিয়ে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে টিভি দেখতে হয় তাও যেন সে জানে।
 
তার মায়ের দাবি, ও খুব চালাক। কী তাড়াতাড়ি যে বড় হয়ে গেল, ভাবা যায় না! এখনও বিশ্বাস হয় না, সাত মাস বয়স থেকে ও ‘মাম্মি’ বলতে শুরু করেছিল! জন্মক্ষণের সঙ্গে ওর প্রতিভারও একটা যোগ রয়েছে।

কোনও শিশুই মাকে এতো কম সময়ের গর্ভযন্ত্রণা দিয়ে ভূমিষ্ঠ হয় না। জোনাথন তো তখন থেকেই কেরামতি দেখাতে শুরু করেছে। তার বাবা-মায়ের মতে, খুব দ্রুত কোনও জিনিস শিখে ফেলার ক্ষমতা রয়েছে জোনাথনের মধ্যে। ওর মনের গঠন দুই বছরের বাচ্চার মতো। শরীরেও দ্রুত বাড়ছে জোনাথন।
 
দ্রুত সব কিছু শিখে ফেলা বিস্ময়কর শিশু জোনাথনের জন্মদিনে ছেলেকে উপহারে ভরিয়ে দিতে চাইছেন বাবা-মা। ড্রাম আর মিনি পিয়ানো দেয়া হবে ছোট্ট জোনাথনকে। তার দাদা-দাদিও আপ্লুত নাতির এহেন কীর্তিতে। তারা জানান, পুঁচকে নাতিটাকে সবাই খুব ভালোবাসে। জোনাথন সত্যিই অবাক করে দিয়েছে সবাইকে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে