শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৫:২১

বিশ্বের সবেচেয়ে দ্রুতগামী সাপ !

বিশ্বের সবেচেয়ে দ্রুতগামী সাপ !

এক্সক্লুসিভ ডেস্কঃ ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবেচেয়ে দ্রুতগামী সাপ। এদের বৈজ্ঞানিক নাম হল 'Dendroaspis polylepis'. এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক ও ভয়ংকর সাপ ।

এমনকি এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ হিসাবেও পরিচিত। আর বেশ বিপজ্জনক তো বটেই। আফ্রিকার একটি বড় অঞ্চলজুড়ে এই সাপের বিস্তৃতি লক্ষ করা যায়।

এছাড়া ইথিওপিয়া, কেনিয়া, বতসোয়ানা, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, অ্যাঙ্গোলা, নামিবিয়া এবং কঙ্গো প্রভৃতি দেশে এদের দেখা মেলে। সাভানা অঞ্চল, কাষ্ঠল বনাঞ্চল এবং শিলাময় অঞ্চলেও এদের দেখা যায়। এরা স্থলবাসী দিবাচর প্রাণী।

একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য গড়ে প্রায় ২.৫ মিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ৪.৩ মিটার। তবে কখনও কখনও এরা সাড়ে ১৪ ফুট পর্যন্তও হয়ে থাকে। পূর্ণবয়স্ক সাপ জলপাই রঙের হয়ে থাকে।

এদের কুচকুচে কালো মুখের কারণে নামের সঙ্গে ব্ল্যাক যোগ হয়ে নাম হয়েছে ব্ল্যাক মাম্বা। এরা মারাত্মক আগ্রাসী স্বভাবের প্রাণী। তবে বিপদে না পড়লে এমন আগ্রাসী হয়ে ওঠে না। বিপদের সম্মুখীন হলে এরা মরণঘাতী আঘাত করতেও দ্বিধাবোধ করে না।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে