নিউজ ডেস্ক : 'শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে। বসি কবিগণ সোনার উপমাসূত্রে বুনিছে বসন।' (মানসী)
নারী রহস্যময়ী। রহস্যের সে মায়াজাল ভেদ করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো মেয়েদের মন বোঝার চেষ্টা করেছিলেন। কখনও সফল হয়েছেন আবার কখনও লক্ষ্যে পৌঁছতে পারেননি।
সে যাই হোক, পৃথিবীর চিরসুন্দরের মধ্যে নারীই যে সর্বেসর্বা তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মেয়েদের মন আর আকাশ কখন যে রঙ বদলাবে তা বোঝা যায় না সহজে।
পরিস্থিতি সামলে দিতে গিয়ে এমন একটি অসত্য সে বলে বসবে যে, তাকে বিশ্বাস করতে বাধ্য হতে হয়। অনেক সময় নিজেকে বিশ্বাস না করেও প্রিয় মানুষটির কথাতেই সায় দিতে হয় অজান্তেই।
এক গবেষণায় দেখা গেছে, সম্পর্ক টিকিয়ে রাখতে মেয়েরাই বেশি মিথ্যা বলে। অনেক সময় সংঘাত বা তর্ক এড়াতেও তারা এ কাজটি করে। মেয়েরা বেশ বাকপটু পরিস্থিতি সামাল দিতে পারে। মেয়েদের মিথ্যা শুনে অনেক সময় বিপাকে পড়ে যায় পুরুষ। অথবা যাকে মনের মানুষ ভাবা হয়, সে হয়তো ওই পুরুষটির সঙ্গে মজা করছে। সঠিক মানুষটিও চিনতে ভুল হতে পারে এক্ষেত্রে।
গবেষকরা জরিপ চালিয়ে দেখেছেন, মেয়েরা সচরাচর মিথ্যা কথা প্রায়ই বলে।
যেমন :-
১. আমি তো তোমার ফোনের অপেক্ষায় ছিলাম না।
২. আমি তোমাকে পছন্দ করি কিন্তু কখন আমার মধ্যে ভালোবাসা তৈরি হবে জানি না।
৩. এখনই যদি আমি রাত কাটানোর সিদ্ধান্ত নেই, তবে তোমাকেই বেছে নেব।
৪. আমার মনে হয় আমাদের বিলটা শেয়ার করা উচিত। সবসময় তুমি দেবে কেন?
৫. আমি কখনোই বুঝতে পারিনি- এটা আমার এত ভালো লাগবে।
৬. যৌনতা মজার বিষয়।
৭. হোক ছেলেটা টাকমাথার এবং দেখতে খারাপ। কিন্তু টাকা তো আছে। একটা নিশ্চিত জীবন পাওয়া যাবে।
৮. আমি সবকিছু আঁকড়ে ধরে থাকতে চাই না। ঘ্যানঘ্যানও করতে চাই না।
৯. আমি শুধু তোমাকেই চেয়েছিলাম
১০. আমি যদি তার সঙ্গে না থাকি, তবে সে আরেকজনকে ঠিকই খুঁজে নেবে।
১১. তোমার কোনো ভুল নেই, আমারই কোথাও ভুল হয়েছে।
১২. তোমার বাড়ির লোকদের সঙ্গে আমি ভালই আছি। হাজার হোক তারা তো আমারই পরিবার।
১৩. তুমি যদি বন্ধু হতে চাও- আমার আপত্তি নেই। আমিও তাই ভাবছিলাম। কেন শুধু শুধু জটিলতা ডেকে আনা?
আমি শুধু তোমাকেই চেয়েছিলাম আমি শুধু তোমাকেই চেয়েছিলাম
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস