রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০৬:০৪:৩৫

সেলফি প্রেমিকদের জন্য দারুণ সুখবর

সেলফি প্রেমিকদের জন্য দারুণ সুখবর

এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোনের নানারকম ব্যবহার আমাদের চোখে পড়ার মত। এখন আর কেউ ফোন শুধুমাত্র কথা বলা বা মেসেজ করার জন্য ব্যবহার করেন না। স্মার্টফোন আসার পর থেকে ফোনের ব্যবহারের বিভিন্ন দিক খুলে গিয়েছে। এমন প্রচুর মানুষকে দেখা যায় যারা স্মার্টফোনে ফোন করার থেকে বেশি গান শোনা, সেলফি তোলা, গেম খেলতে বেশি পছন্দ করেন।

স্মার্টফোন আসার পর থেকে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। সেলফি ট্রেন্ড। যখন তখন টুক করে নিজের নানান মুডের ছবি ক্যামেরাবন্দী করতে আমরা খুবই ভালোবাসি। আর এর জন্য স্মার্টফোনের অবদান অনেক। আপনিও কি তেমনিই সেলফি প্রেমিক? সারাক্ষণ সেলফি তুলতে থাকেন? তাহলে এই ফোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত ফোন।

LeEco সম্প্রতি সেকেন্ড জেনারেশন সুপারফোন Le 2 লঞ্চ করেছে। সেলফি তোলার পদ্ধতি বা সেলফির ধারণাই বদলে দেবে এই ফোন। এই স্মার্টফোনের সুপিরিয়র ক্যামেরা কোয়ালিটি ফিচার্সের মাধ্যমে অন্যান্য ফোনে তোলা সেলফির তুলনায় এই ফোনে তোলা সেলফি অনেক বেশি সুন্দর।

তাহলে দেখে নিন কী কী আছে এই ফোনটিতে-

১) ৫.৫০ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।

২) ১.৮GHz অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর।

৩) 3GB RAM

৪) ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।

৫) ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

৬) সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার।

৭) অ্যান্ড্রয়েড ৬.০.১।

৮) ডুয়েল সিম।

৯) দাম- মাত্র ১১ হাজার ৯৯৯ টাকা।-জিনিউজ
৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে