শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২২:৪২

মৃতের পর যার চেতনা

মৃতের পর যার চেতনা

আন্তর্জাতিক ডেস্ক : মৃত ব্যক্তি দীর্ঘ ৪৫ মিনিট পর নড়েচড়ে বসলেন। এসময় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ছিল। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। চেতনা ফিরে পাওয়ার পর চিকিৎসকরা হতভম্ব হয়ে যান। ঘটনাটি অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি।

যুক্তরাষ্ট্রের টনি ইয়াহল নামের ওই ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছিলেন। ৫ দিন হাসপাতালে ছিলেন।

হাসপাতালের নার্সরা জানান, টনি ৫ দিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকার পর অলৌকিকভাবে বেঁচে ওঠেন। ৪৫ মিনিট আগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। মৃত ঘোষণার পর হঠাৎ বেঁচে ওঠায় চিকিৎসকরা হতভম্ব হয়ে যান। বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে।

নাসরা মৃত টনিকে যখন তার পরিবারের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেসময় ধীরে ধীরে চেতনা ফিরে পেতে শুরু করেন।

ওহিয়োর বাসিন্দা কার্ডিওলজিস্ট চিকিৎসক রাজা নাজির বলেন, টনির বেঁচে ওঠা এখন চিকিৎসকদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। টনির টিনএজ বয়সী ছেলে লরেন্স ইয়াহল তার পিতার কাছে গিয়ে বলেছিল, ওইদিন বাবা মৃত্যুবরণ করবেন না। এ ঘটনার কিছুক্ষণ পর তার পিতা চেতনা ফিরে পান।

এ ঘটনা সারা বিশ্বের চিকিৎসকদের মধ্যে আলোচনার স্থান পাচ্ছে। এ অলৌকিক ঘটনার খবর ফেসবুক ও টুইটারে রীতিমত ঝড় তুলেছে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে