বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ০১:৩০:৪৬

সদ্য-বিবাহিত নারীদের যে ৮ টি প্রশ্ন ভুলেও করবেন না

সদ্য-বিবাহিত নারীদের যে ৮ টি প্রশ্ন ভুলেও করবেন না

এক্সক্লুসিভ ডেস্ক : সদ্য-বিবাহিতা মহিলারা বেজায় নাজুক। তাদের ঘাঁটাতে যাওয়ার মতো গোক্ষুরি ভূভারতে হয় না। একে বাপের বাড়ি ছেড়ে সদ্য এসেছেন। আবার শ্বশুরবাড়ির সঙ্গেও অ্যাডজাস্টমেন্ট শুরুই হয়নি। এমন ঘরেও নহে-পারেও নহে-মার্কা অবস্থায় তিনি হাফ রায়বাঘিনী-হাফ কালকেউটে হয়ে থাকতেই পারেন। এমতাবস্থায় তাঁকে ঘাঁটানো মোটেই সমীচীন নয়। তাই নববধূ ডিল করার আগে জেনে নিল ৮টি জরুরি টিপস।

১. বিয়ের পরেই আত্মীয়স্বজন, পাড়া-পড়শিদের একটা প্রশ্নে মহিলাদের জেরবার হতে হয়।  সেটি হল বিয়ের পরে সন্তান নিয়ে কী ভাবছেন?

২. অনেক মহিলাই এখন স্বামীর পদবি ব্যবহার করেন না। কেন তিনি স্বামীর পদবি ব্যবহার করলেন না, তা নিয়ে প্রশ্ন না করাই ভাল।

৩. বিয়েতে কেন তিনি তার সাবেক প্রেমিক বা বয়ফ্রেন্ডকে নিমন্ত্রণ করেননি, এই প্রশ্ন শুনে যে কোনও মহিলাই বিব্রত বোধ করবেন।

৪. বিবাহিত জীবন অথবা বিয়ে নিয়ে আপনার আপত্তি থাকতেই পারে। তাই বলে সদ্য বিবাহিত এক মহিলাকে তাঁর বিয়েতে কেন এত খরচ হল বলে বিরক্ত করার মানে হয় না।

৫. বিয়ের পরে সারাজীবন যে হানিমুন পিরিয়ড চলবে না, সেটা সবাই জানে। সদ্য বিবাহিত কোনও মহিলাকে বার বার সেই কথা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।

৬. বরের মাইনে কত, একেবারেই জিগ্যেস করবেন না।

৭. ভুলেও ননদের প্রশংসা করবেন না।

৮. কদাচ যদি বলে ফেলেন, এই বয়সেও তার শাশুড়ি দারুণ ফিগার রেখেছেন। ব্যস হয়ে গেল। -এবেলা

৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে