শুক্রবার, ০৮ জুলাই, ২০১৬, ০৬:০৯:১৭

সব ব্লেডই এক ধরনের দেখতে হয়। জেনে নিন আসল কারণ

সব ব্লেডই এক ধরনের দেখতে হয়। জেনে নিন আসল কারণ

এক্সক্লুসিভ ডেস্ক: চোখে পড়ে রোজ। নানা কাজে সাহায্য করতে ব্লেডের কোনও জুড়ি নেই। কিন্তু খেয়াল করে দেখেছেন, কেন প্রায় সব ব্লেডেরই আকার একই রকমের হয়? রইল সেই কারণ।
প্রথমেই মনে হতে পারে, অনেক ক্ষেত্রে একটি ব্লেডকে ভেঙে দু’টুকরো করে নেওয়ার সুবিধের জন্য এই ধরনের আকার বা শেপ। এ কথা একেবারে ভুল নয়। কেননা, দাড়ি কাটতে আগে ব্যবহার করা হত ক্ষুর। পুরনো ধাঁচের ক্ষুরের সঙ্গে ব্লেডের কোনও তাল্লুক ছিল না। পরে আর এক ধরনের ক্ষুর আসে, যাতে ব্লেড ভেঙে ঢোকাতে হয়।

কিন্তু সেটাই পুরোটা নয়। আধুনিক রেডি-টু-শেভ রেজর বা ক্ষুর বেরনোর আগে ছিল থ্রি-পিস রেজর। এই থ্রি-পিস রেজর আজও পাওয়া যায়। তবে সময়ের নিয়মে তার জনপ্রিয়তা ফিকে হয়ে এসেছে। একটি ডাঁটিতে দু’টি হোল্ডার পিস আলাদা করা। এই দু’টি হোল্ডারের মধ্যে রাখা হয় ব্লেড।-এবেলা
০৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে