শুক্রবার, ০৮ জুলাই, ২০১৬, ১১:৪৩:২৮

মোবাইলে ভিডিও দেখলেই ফেঁসে যেতে পারেন সাইবার ক্রাইমে!

মোবাইলে ভিডিও দেখলেই ফেঁসে যেতে পারেন সাইবার ক্রাইমে!

এক্সক্লুসিভ ডেস্ক : মোবাইলে ভিডিও দেখলেই ফেঁসে যেতে পারেন আপনি সাইবার ক্রাইমে! আপনি নিশ্চয় নিজের শখের স্মার্টফোনটিতে মাঝেমধ্যেই ইউটিউবে ভিডিও দেখেন? গুগল বা ফেসবুকে আপলোড করা ভিডিও-ও দেখে থাকেন।  তাহলে এবার এ বিপদের আশঙ্কাগুলোও জেনে রাখুন।

সম্প্রতি একটি সমীক্ষায় বলা হয়েছে, অনলাইন ভিডিও দেখার ক্ষেত্রে অতি সহজেই আপনি মোবাইল থেকে হারাতে পারেন আপনার সব ডেটা।  এমনকি আপনি নিজের অজান্তেই চলে আসতে পারেন সাইবার ক্রাইমের আওতায়।  হতে পারেন গ্রেফতারও।

কারণ হিসেবে ওই সমীক্ষায় বলা হচ্ছে, মোবাইল ফোনে ভিডিও দেখার সময় ভয়েস রেকগনিসনের মাধ্যমে অতি সহজেই গুগল আপনার ফোনের সঙ্গে হ্যাকারদের ফোনকে যুক্ত করে ফেলতে পারে।  

এর মাধ্যেই আপনি যেমন খোয়াতে পারেন গুরুত্বপূর্ণ ডেটা, তেমনি পড়তে পারেন সাইবার ক্রাইমের জালে।  তাই ফোনে অনলাইন ভিডিও দেখার সময় সাবধান হয়ে যান।  নইলে হতে পারে মহাবিপদ।
৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে