শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ১১:০৭:২৯

ফেসবুক ব্যবহারকারীদের জন্য আনা হলো আরেকটি নতুন সেবা

ফেসবুক ব্যবহারকারীদের জন্য আনা হলো আরেকটি নতুন সেবা

এক্সক্লুসিভ: কান্ত ব্যক্তিগত মেসেজ যা নির্দিষ্ট দিন শেষে ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে- ফেসবুক মেসেঞ্জারে নতুন এই সেবা চালু হলো।

ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কোনো মেসেজ তারই নির্ধারণ করে দেয়া নির্দিষ্ট সময় পর ফোন থেকে মুছে যাবে। এটি ‘সিক্রেট মেসেজ সার্ভিস’ এরই অংশ বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এর পদ্ধতিটি হলো, মেসেজ প্রেরককে প্রথমে তার ডিভাইসে অপশনটি অন করতে হবে এবং নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে হবে। তাহলে প্রেরক যে মেসেজটি পাঠাবেন সেটি ওই নির্ধারিত সময় পর স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে।

এছাড়া এ ধরনের সিক্রেট কনভারসেশন একটি ডিভাইসেই শুধু পড়া যাবে অর্থাৎ রিডঅনলি হবে।

এই সেবাটি চালুর আগে ফেসবুক কর্তৃপক্ষ স্বাস্থ্য ও অর্থ লেনদেন সংক্রান্ত কিছু মেসেজ উদাহরণ হিসেবে তালিকাভুক্ত করে। দেখা যায় যে, এসব বার্তা প্রেরকরা সাধারণত গোপন রাখতে চান। এছাড়া অনেকে প্রেম ভালোবাসা সম্পর্কিত বার্তা গোপন বা একান্ত ব্যক্তিগত করে রাখতে চান।

এই চাহিদার কথা বিবেচনা করেই গোপন মেসেজিং সেবা চালু করলো ফেসবুক। তবে এটি এখনো পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। সেবাটি সবার কাছে পৌঁছাবে চলতি গ্রীষ্মের শেষ নাগাদ। অবশ্য এই সেবাতে আপাতত ভিডিও এবং GIF ইমেজ গোপন রাখার কোনো সুবিধা থাকছে না।
৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে