সোমবার, ১১ জুলাই, ২০১৬, ০৪:৪১:০৭

পুলিশ ব্যবস্থা না নিলে ভূত হয়ে শাস্তি দেব : সুইসাইড নোটে গৃহবধূ

পুলিশ ব্যবস্থা না নিলে ভূত হয়ে শাস্তি দেব : সুইসাইড নোটে গৃহবধূ

এক্সক্লুসিভ ডেস্ক : তিনি মরেও শান্তি দেবেন না দোষীদের। পুলিশ যদি দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেয়, যদি আইনের চোখে ধুলো দিয়ে পার পেয়ে যায় দোষীরা, তাহলেও তাদের মুক্তি নেই। কারণ মরে ভূত হয়ে তাদের শাস্তি দেবেন তিনি। আত্মঘাতী হওয়ার আগে সুইসাইড নোটে লিখে গেলেন গৃহবধূ।

গতকাল গভীর রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন গৃহবধূ সরিতা চাচন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির রাজগঞ্জের বেলাকোবা বাজারের বাসিন্দা ওই গৃহবধূর মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। শ্রাদ্ধানুষ্ঠান কোন উপায়ে করলে তিনি ভূত হতে পারবেন, তারও নির্দেশিকা লিখে গেছেন গৃহবধূ। কারা কারা তার মৃত্যুর জন্য দায়ি, তাও উল্লেখ রয়েছে সুইসাইড নোটে।

নিহতের পরিবারের অভিযোগ, সম্পত্তিজনিত বিবাদের কারণেই আত্মঘাতী হয়েছেন সরিতা চাচন। স্থানীয় সূত্রে খবর, গৃহবধূর স্বামী শ্রবণ চাচনের সঙ্গে ভাই অরবিন্দ চাচনের সম্পত্তি জনিত বিবাদ লেগেই থাকত। অভিযোগ, ভাইয়ে ভাইয়ে বিবাদের জেরে গৃহবধূর উপর নির্যাতন চালাত দেওর অরবিন্দ চাচন ও তার পরিবার। আর তা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেন তিনি।

ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই নিহতের জা ও দেওরের ছেলেকে আটক করেছে পুলিশ।  
১১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে